বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যেভাবে সাকিব-তামিম আবাহনীতে

আগামী ২২ এপ্রিল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। ১২ দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটে। ঘরোয়া ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ এই আসরের দল-বদল হয়ে গেল রোববার। রাজধানী একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স বাই চয়েজ।

প্রথমে লটারিতে আইকন ক্রিকেটার হিসেবে তামিম ইকবালকে দলে নেয় আবাহনী লিমিটেড। প্রথম দফায় আইকন ও ‘এ প্লাস’ ক্রিকেটারে তালিকায় থাকা সাকিব, মুস্তাফিজ ও মোহাম্মদ মিঠুনকে কোনো ক্লাব দলে নেয়ার ব্যাপারে আগ্রহ দেখায়নি। দ্বিতীয় দফার লটারিতে সাকিবকে দলে নেয়ার ইচ্ছা প্রকাশ করেন আবাহনীর কর্মকর্তা ও বোর্ড পরিচালক জালাল ইউনুস।

এর আগেও সাকিব ও তামিম আবাহনীতে খেলেছিলেন। তখন ক্লাবটির সঙ্গে এই দুই ক্রিকেটারের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। পুরনো সেই কথা ভুলে ফের জাতীয় দলের দুই তারকাকে দলে নিল আবাহনী।

আইপিএল খেলতে চলে গেলেও ড্রাফটে আইকন গ্রেডে রাখা হয়েছিল সাকিব আর হাসানকে। আর ‘এ প্লাস’ গ্রেডে রাখা হয়েছিল মুস্তাফিজুর রহমানকে।

তবে আইকন ও ‘এ প্লাস’ গ্রেডের লটারিতে প্রথম দফায় অনুমিতভাবেই সাকিব ও মুস্তাফিজকে ডাকেনি কোনো ক্লাব। প্রথম দফায় ক্লাব না পাওয়া ৩ ক্রিকেটারের জন্য দ্বিতীয় দফার জন্য আবারো লটারি হয়। সেখানে প্রথম ডাকার সুযোগ পেয়ে সাকিবকে দলে নেয় আবাহনী লিমিটেড। অপরদিকে তৃতীয় ডাকের সুযোগ পেয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব নিয়েছে কাটার মাস্টার মুস্তাফিজকে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে চলে গেলেও সাকিবকে দলে নেয়ার কারণ ব্যাখ্যা করলেন আবাহনীর কর্মকর্তা ও বিসিবি পরিচালক জালাল ইউনুস। এ বিষয়ে তিনি বলেন, ‘প্রথম সাকিবের নামের একটি ভার আছে। সেটিকে আমরা সম্মান করেছি। আর আমরা আশা করছি, সুপার লিগের শেষ পর্যায়ে হয়ত আমরা সাকিবকে পাব। তখন লিগ গুরুত্বপূর্ণ পর্যায় থাকবে। তখন সাকিবকে পেলে আমাদের দরুণ কাজে লাগবে।’

আইকন ক্রিকেটারদের তালিকায় প্রথম দফায় লটারিতে আবাহনী দলে নিয়েছে তামিম ইকবালকে। ২০০৮-০৯ সৌমুসে আবাহনীর হয়ে খেলেছিলেন তামিম। ২০০৯-১০ মৌসুমে আবাহনীতে খেলেছিলেন সাকিব। দুই ক্রিকেটারের সঙ্গেই সেবার বেশ ঝামেলা হয়েছিল ক্লাব কতৃপক্ষের। এরপর দু’জনের কেউই আর খেলেননি ধানমণ্ডি পাড়ার এই ক্লাবটিতে।

আবারো সাকিব ও তামিম দলে ভেড়ানো প্রসঙ্গে আবাহনীর ক্লাব কর্মকর্তা জালাল ইউনুস বলেন, ‘সবাই মনে করে আবাহনী ক্লাবের সঙ্গে সাকিব-তামিমের ঝামেলা আছে। আসলে কিন্তু আমাদের সঙ্গে ওদের ব্যক্তিগত সম্পর্ক দারুণ। এক সময় কিছু সমস্যা হয়েছিল। সেসব এখন অতীত। ওরা এবং আমরা অনেক পথ পাড়ি দিয়ে এসেছি। আশা করি, এবার ওদের নিয়ে আমরা শিরোপা জিততে পারব।’

এদিকে মোহামেডান প্রথম দফার লটারিতে আইকন গ্রেড থেকে নিয়েছে মুশফিকুর রহিমকে। দ্বিতীয়বার সুযোগ পেয়ে নিয়েছে তারা নিয়েছে মুস্তাফিজকে। ক্লাবের ক্রিকেট কমিটির সচিব মাসুদুজ্জামানের কণ্ঠে শোনা গেল জালাল ইউনুসের কথারই প্রতিধ্বনি।

এ প্রসঙ্গে মোহামেডানের ক্লাব কর্মকর্তা বলেন, ‘মুস্তাফিজকে নিলাম, দেখা যাক! হয়ত লিগের শেষ দিকে কয়েকটি ম্যাচের জন্য পেতেও পারি ওকে। পেলে খুব ভালো হবে আমাদের জন্য। আমরা এবার মোটামুটি ভালোই দল গঠন করেছি। এবার আমরা শুরু থেকেই শিরোপা লড়াইয়ে থাকার জন্য সর্বাত্বক চেষ্টা করব।’

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি