যেমন বাবা তেমনি তার মেয়ে, সাকিবের পরে এবার অব্রির স্যালুট

ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ দল। এ জয়ের অন্যতম নায়ক ছিলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষে এ টেস্টের গতকাল ছিল তৃতীয় দিন। এদিন ইংলিশ ক্রিকেটার বেন স্টোকসকে সরাসরি বোল্ড করেন সাকিব। তারপরই সবাই অবাক হয়ে দেখে স্টোকসকে ব্যাঙ্গ করে স্যালুট ঠুকছেন সাকিব!
সে স্যালুট ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে গেছে। বাংলাদেশের ক্রিকেট ভক্তরাও সাকিবের মতো করে স্যালুট দিয়ে ছবি তুলে আপলোড করছেন ফেসবুক টুইটারে। মজার বিষয় হলো সাকিবের মতো করে স্যালুট দিয়ে ছবি তুললেন সাকিবের একমাত্র কন্য আলাইনা হাসান অব্রি।
মা উম্মে আহমেদ শিশির নিজের ভেরিফাই ফেসবুকের টাইমলাইনে এমন একটি ছবি আপলোড করেন। যেখানে দেখা যায় স্যালুট করছে অব্রি। আর এতে ক্যাপশন দেওয়া আছে ‘Like father like daughter’ যেমন বাপ তেমন মেয়ে।
ছবিটি এক ঘন্টায় ৪০ হাজার লাইকের পাশাপাশি শেয়ার হয়েছে ৯ শতবার।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন