যেসব দেশে ক্রিসমাস নিষিদ্ধ
লতান হাসানাল তার নিজ দেশে বড়দিন নিষিদ্ধ করার পর ব্রুনাইয়ের ক্ষুদ্র জাতি সম্প্রতি বিভিন্ন খবরের শিরোনাম হয়েছেন। রক্ষণশীল মুসলিম দেশ সমগ্র দেশে বিবৃতি দিয়েছেন যে, কেউ অবৈধভাবে বড়দিন পালন করলে, ছুটির শুভেচ্ছা পাঠালে, সান্টার টুপি পরিধান করলে তাদের কারাগারে ৫ বছর থাকার সম্মুখীন হতে হবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই আইনের নিশ্চিত করার জন্য তারা প্রস্তুতি নিয়েছেন। তারা এই আইন পাশ করেছেন যেন, ক্রিসমাস মুসলিম সম্প্রদায়ের সত্য বিশ্বাসের কোন ক্ষতি করতে না পারে।
ইতিপূর্বে অনেক দেশে বড়দিন উৎযাপনে বাঁধা প্রদান করা হয়েছে। আজ আমরা সে সকল রাষ্ট্র নিয়ে আলোচনা করব-
১. সৌদি আরব:
সৌদি আরব ইসলামিক আইন ও বিশ্বাসের জন্য ব্যাপক পরিচিত। বিশেষ করে যখন ধর্মের বিষয় আসে তখন কোনও কথা এর ঊর্ধ্বে নেই। দেশে বাস করা শুধুমাত্র একটি প্রান্তিক সংখ্যা খ্রিস্টান। তবে সেদেশে বড়দিন উৎযাপন না করার জন্য কঠোর আইন এখনও বিদ্যামান। এমনকি ২০১৩ সালে সেখানে বড়দিন উৎযাপনের অপরাধে চল্লিশজন মানুষকে গ্রেফতার করা হয়েছিল।
২. উত্তর কোরিয়া:
উত্তর কোরিয়াতেও কখনও বড়দিন উৎযাপন করা হয় না। সারা বছরে তারা শুধু সুপ্রিম প্রতিনিধির জন্মদিনের উৎসব পালন করেন এবং এর জন্য ছুটিও পান। তবে বড়দিনের জন্য তাদের কোন ছুটি নেই।
৩. সোমালিয়া:
কিছু কিছু দেশে বড়দিনের জন্য ব্যাপক কাহিনী রয়েছে। সোমালিয়া সে সকল দেশের মধ্যে একটি। এখানে গত দুই বছর ধরে বড়দিন ও নতুন বছরের কোন উৎসব পালন করা হয় না। তারা বড়দিনের আগে এসকল উৎসব পালন না করার জন্য ব্যাপক প্রচারণা চালায়। তাদের এসকল উৎসব নিয়ে সৌদি আরবের ন্যায় চিন্তা। তারা মনে করেন, এতে মুসলমানের ধর্মে ভুল-ভ্রান্তির সৃষ্টি হতে পারে।
৪. আলবানিয়া:
আলবানিয়া মূলত একটি নাস্তিক দেশ হিসেবে পরিচিত। এখানে ক্রিসমাস একটি ধর্মীয় কার্যকলাপ হিসেবে গণ্য করা হয়। ১৯৬৭ সালে এই দেশে বড়দিন উৎযাপনে একটি ভিন্নরকম বাঁধা আসে। খ্রিস্টানদের এখানে বড়দিন পালন করতে দেয়া হয়, তবে তা তাদের বাড়ির ভেতরে। কিন্তু, ১৯৯১ সালে যখন কমিউনিস্ট পার্টি ক্ষমতাচ্যুত হয়, তখন থেকে খ্রিস্টানরা আবার বড়দিন পালন করা শুরু করেন।
৫. চীন:
চীনেও কমিউনিস্ট পার্টি বড়দিন উৎযাপনে নিষেধাজ্ঞা পালন করেন। কিন্তু সেই আদেশ অমান্য করে তারা বড়দিন উৎযাপন করে আসছেন। তবে সরকারের কঠোর পদক্ষেপের কারণে তারা বেশি কিছু করতে পারেন না।–সূত্র: ইন্ডিয়া টাইম্স।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন