বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যেসব দেশে ছোট অপরাধেই ‘জীবন শেষ’

অপরাধ করলে শাস্তি পেতে হবে। কিন্তু অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের বাইরেও যদি শাস্তি পেতে হয়? এমনকি ছোট অপরাধেই যদি ‘জীবন শেষ’ হওয়ার মতো অবস্থা দাঁড়ায়? শুনতে অস্বাভাবিক মনে হলেও, বিচারব্যবস্থার দুর্বলতা ও বসবাস অযোগ্য কারাগারের কারণে বিশ্বের কিছু দেশের কোনো অপরাধেই জীবন শোচনীয় হয়ে উঠতে পারে।

বিশ্বের অনেক দেশে বিচারব্যবস্থার দুর্বলতার কারণে দীর্ঘ সময় কারাগারে থাকতে হয়। আর এসব দেশের কারাগারের অবস্থা বিচারব্যবস্থার চেয়েও শোচনীয়। ধারণক্ষমতার কয়েক গুণ মানুষ সেখানে বসবাস করে। সুস্থভাবে বসবাসের অযোগ্য এসব কারাগারে দীর্ঘ সময় থাকায় জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে।

দুর্বল বিচারব্যবস্থা ও বসবাস অযোগ্য কারাগার রয়েছে এমন নয়টি দেশের অবস্থা তুলে ধরা হলো। এসব দেশ ভ্রমণে গিয়ে কোনো অপরাধ যেন না হয় সেদিকে সাবধান থাকা ভালো।

বেনিন

আফ্রিকার দরিদ্র দেশ বেনিন। অর্থনৈতিক অবস্থার দুর্দশা বিচার বিভাগেও পড়েছে। বেনিনে কোনো অপরাধে গ্রেপ্তার হলে মাসের পর মাস কারাগারে আটক থাকতে হতে পারে। দেশটির কারাগারে থাকা ৯০ শতাংশ মানুষই বিচারের অপেক্ষায় আছে। দেশটির কুখ্যাত কতোনো কারাগারের ধারণক্ষমতা ৪০০ জন হলেও সেখানে আছে প্রায় আড়াই হাজার বন্দি। বেনিনের অন্য কারাগারগুলোর অবস্থা প্রায় একই।

বলিভিয়া

আইনের শাসনের তালিকায় বিশ্বের ১০২টি দেশের মধ্যে শেষের দিকে পঞ্চম অবস্থানে বলিভিয়া। দেশটির বিচারব্যবস্থার অবস্থা যে শোচনীয় তা বলার অপেক্ষা রাখে না। আর কারাগারেও স্থান সংকুলান হয় না। দেশটির কারাগারে ধারণক্ষমতার চেয়ে ২৬৯ গুণ বেশি বন্দি আছে।

চীন

আইনের শাসনের তালিকায় বিশ্বের ১০২টি দেশের মধ্যে শেষের দিকে সপ্তম অবস্থানে চীন। দেশটির কারাগারগুলোতে ধারণক্ষমতার চেয়ে বন্দির সংখ্যা বেশি। রাজনৈতিক কারণে কারাবন্দির সংখ্যাও কম নয়।

ইন্দোনেশিয়া

এশিয়ার মধ্যে সবচেয়ে জটিল বিচারব্যবস্থা ইন্দোনেশিয়ার। এমন দাবি এই মহাদেশের ব্যবসায়ীদের। দেশটির কোনো কোনো স্থানে এখনো শরিয়া আইন চলে, যে আইনে মাদক পাচারের কারণে মৃত্যুদণ্ডও হতে পারে।

নাইজেরিয়া

বিশ্বের মানবাধিকার সূচকে শেষের দিকে তৃতীয় অবস্থানে নাইজেরিয়া। আইনের শাসনে দেশটির অবস্থান শেষের দিকে সপ্তম। আর নাইজেরিয়ার কারাগারে থাকার জন্যও দণ্ড প্রয়োজন নেই। দেশটির কারাগারে বন্দিদের তিন ভাগের দুই ভাগই কোনো অপরাধে দণ্ডিত নয়। এখানে কোনো কোনো বিচার কয়েক যুগ ধরেও চলমান।

রাশিয়া

রাশিয়ার কারাগারের অবস্থা কয়েক দশক আগের মতোই রয়ে গেছে। বিশ্বের কুখ্যাত তিনটি কারাগারই রাশিয়ার—বাটরাইকা, ভ্লাদিমির সেন্ট্রাল ও পেতাক আইল্যান্ড। প্রচণ্ড ঠান্ডার মধ্যে অবস্থিত কারাগারগুলোতে কাপড় ধোয়ার ব্যবস্থাও নেই।

সিঙ্গাপুর

অর্থনৈতিক সমৃদ্ধি আর আকাশছোঁয়া অট্টালিকা দেখে সিঙ্গারপুরের বিচারব্যবস্থা সম্পর্কে ধারণা করা কঠিন। আইনের শাসনে বিশ্বের মধ্যে অন্যতম খারাপ অবস্থানে সিঙ্গাপুর। রাস্তা পারাপার থেকে শুরু করে ছোটখাটো অপরাধেই দেশটিতে দণ্ড পাওয়ার নজির আছে।

থাইল্যান্ড

থাইল্যান্ডের বিচারব্যবস্থা মোটামুটি হলেও, কারাগারের অবস্থা যাচ্ছেতাই। ব্যাংককের কাছের বেং কোয়াং কারাগারে প্রতিটি বন্দিকে শুরুতেই তিন মাস ডান্ডাবেড়ি পরিয়ে রাখা হয়। ওই সময় তাদের এমন খাঁচায় রাখা হয়, যেখানে সোজা হয়ে দাঁড়ানো অসম্ভব। ওই সময় খাবার জোটে শুধুমাত্র এক বাটি ভাত। আর বাড়তি হিসেবে কারাগারের পয়োনিষ্কাশন ব্যবস্থা প্রায়ই কাজ করে না।

ভেনেজুয়েলা

আইনের শাসনের তালিকায় সর্বনিম্ন অবস্থানে ভেনেজুয়েলা। মাত্র তিন কোটি জনসংখ্যার দেশটিতে কারাগারে আছে ধারণক্ষমতার ২৭০ গুণ বেশি বন্দি। তিনটি কুখ্যাত কারাগার আছে ভেনেজুয়েলায়, যার প্রতিটির অবস্থাই শোচনীয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬

ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন

ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন

  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের 
  • ভারতের সঙ্গে চুক্তিতে দেশের মানুষের আস্থা প্রয়োজন
  • ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের : কাদের
  • ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা ইসলামিক জিহাদের
  • প্রথম বিতর্কের পর ট্রাম্পের দিকে ঝুঁকছেন দোদুল্যমান ভোটাররা!
  • রেবন্ত রেড্ডি এবং চন্দ্রবাবু নাইডু বৈঠক নিয়ে নানা জল্পনা
  • স্টারমারের দুঃখ প্রকাশের পরও বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ