যে কথার কারণে দলে জায়গা হয়নি আল আমিনের!

শৃঙ্খলাভঙ্গের কারণে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের মাঝপথে দল থেকে ছিটকে পড়েন তিনি। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আরো গুরুতর অভিযোগ উঠেছে পেসার আল আমিনের বিপক্ষে, নারী কেলেঙ্কারির। তাই মোটা অঙ্কের জরিমানাও দিতে হয়েছে তাঁকে।
চোটের কারণে মোহাম্মদ শহীদ ছিটকে পড়ায় দলে নেওয়া হয়েছে রুবেল হোসেনকে। একই কারণে শফিউল ইসলাম বাদ পড়ায় দলে সুযোগ কামরুল ইসলাম রাব্বির। কিন্তু পরীক্ষিত আল আমিন কেন সুযোগ পাচ্ছেন না দলে?
এমন প্রশ্নের জবাবে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘সত্যি কথা বলতে কি আল আমিনকে নিয়ে ব্যাপক নেতিবাচক কথা এসেছে। শুধু শৃঙ্খলাভঙ্গই নয়, সব দিক থেকেই তাঁকে নিয়ে নানান কথা এসেছে। তাই সে বিবেচনায় আসেনি। সবার সঙ্গে আলোচনা করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
অবশ্য এবারের বিপিএলে বলহাতে খুব একটা সুবিধা করতে পারেননি আল আমিন। বরিশাল বুলসের হয়ে পাঁচ ম্যাচ খেলে নিয়েছেন পাঁচ উইকেট।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন