যে কারণে অতীত জীবনে ফিরে যেতে চান সানি লিওন!
নামী অভিনেত্রী। সেই বয়স পেরিয়েও গিয়েছে। তাই বলে কি অতীত ভূলে থাকা যায়। তাই তোর আবার অতীত জীবনে ফিরে গিয়ে স্কুলে যেতে চান সানি লিওন। সিনেমা, আইটেম ডান্স সবটাই হয়েছে। এ বার একটু পড়াশোনা করতে চান সানি। আর সেই জন্যই ফের স্কুলে যেতে চান তিনি।
কিন্তু কী এমন হল, যাতে আবার স্কুলে ভর্তি হতে চাইলেন সানি লিওন? আসলে অভিনয়, নাচে হাত পাকিয়ে এ বার একটু অন্য সিলেবাসে মন দিতে চাইছেন নায়িকা। সানির ইচ্ছা, চিত্রনাট্য আর এডিটিং-এ হাত দেবেন। তবে যেমন তেমন ভাবে নয়, রীতিমতো পড়াশোনা করে মাঠে নামতে চাইছেন সানি। আর সেই কারণেই স্ক্রিপ্ট রাইটিং এবং এডিটিং-এর কোর্সে ভর্তি হতে চান অভিনেত্রী।
হঠাত্ কেন এই ইচ্ছা?
সানি জানালেন, ”বহু দিন ধরেই এই কোর্সটা করতে চাইছিলাম। অবশেষে সেই সুযোগ পেয়েছি। আমি খুবই উচ্ছ্বসিত।” জানা গিয়েছে, এই কোর্সটি করার জন্য লস অ্যাঞ্জেলসে পাড়ি দিয়েছেন নায়িকা। সেখানেই এ বার পড়াশোনা শুরু করবেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন