যে কারণে আজ মুস্তাফিজকে আতংকে থাকবেন রোহিত শর্মা
কী অপেক্ষা করছে আজ মুম্বাই ইন্ডিয়ােন্সর অধিনায়ক রোহিত শর্মার কপালে। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মার ‘ঘাতক’ হয়ে উঠেছেন বাংলাদেশের ‘কাটার’ খ্যাত বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান।
একদিনের ও টি-টোয়েন্টি মিলে দুই জনের সাক্ষাৎ ঘটেছে পাঁচবার। যেখানে চারবারই মুস্তাফিজের শিকার হয়েছেন রোহিত তিনটি একদিনের ম্যাচে তিনবারই, আর দুটি টি-টোয়েন্টি ম্যাচে একবার।
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপেও রোহিত শর্মা শিকার হয়েছিলেন মুস্তাফিজের। দেখা যাচ্ছে মুস্তাফিজে রক্ষা নেই রোহিত শর্মার। এই ম্যাচে তিনি চার বল খেলে আট রান করেছিলেন।
বাংলাদেশ সফরে মুস্তাফিজের একদিনের স্মরণীয় করে রাখা অভিষেক সিরিজে তিন ম্যাচে রোহিত বাঁচতে পারেননি মুস্তাফিজের হাত থেকে। প্রথম ম্যাচে চার বলে খেলে রান করেছিলেন দুই। দ্বিতীয় ম্যাচে দুই বলে কোনো রানই করতে পারেননি। তৃতীয় ম্যাচে ১৬ বলে মোকাবিলা করে রান করেছিলেন ১৩।
একমাত্র এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে রোহিত নিজেকে মুস্তাফিজের হাত থেকে বাঁচাতে পেরেছিলেন। ম্যাচে ছয় বল খেলে ১১ রান করেছিলেন। হায়দরাবাদ-মুম্বাই ম্যাচের আড়ালে ম্যাচটি মুস্তাফিজ-রোহিত লড়াইয়েও পরিণত হবে।
দেখার বিষয় থাকবে সে লড়াইয়ে রোহিত নিজেকে মুস্তাফিজের হাত থেকে বাঁচাতে পারেন কি-না? প্রশ্নটা এমনই যে, সর্বশেষ ৫ ম্যাচের ৪ ম্যাচেই পেয়েছেন, রোহিতের উইকেটটা কি আজো মুস্তাফিজেরই?
মুস্তাফিজে কী বিষ মাখানো তাকে তা সর্বশেষ টের পেয়েছেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। প্রথম বলে এক রান নিয়েছিলেন। কিন্তু ফিরে আসার পর মুস্তাফিজ পরের বলেই তার স্টাম্প উপড়ে ফেলেন। শুধু কি তাই? মুস্তাফিজের বলে কোনো কিছু বুঝতে না পেরে বিশাল দেহের অধিকারী আন্দ্রে রাসেল নিজের শরীরের ভারসাম্যও ধরে রাখতে পারেননি।
এর আগে হায়দরাবাদের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেও তিনি এবি ডি ভিলিয়ার্স ও শেন ওয়াটসনের উইকেট দুটি পান।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন