যে কারণে পুরো ক্রিকেট বিশ্বের চোখ বাংলাদেশ-ভারত ম্যাচের দিকে
সম্প্রতি দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করেছে ভারত। আবার ইতিমধ্যে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমি ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। তাই বাংলাদেশ-ভারতের সেমিফাইনালের ম্যাচটি নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। ১৫ জুন বার্মিংহ্যামের এজবাস্টন স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
পাকিস্তানকে বিধ্বস্ত করার স্মৃতিটা এখনো ভুলেনি টিম ইন্ডিয়া। অন্যদিকে, প্রতিপক্ষ এবার টাইগার একাদশ। যারা নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে গড়েছে ইতিহাস। নজর কেড়েছে ক্রিকেট বিশ্বের। তাই আগামী ১৫ জুন চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে কে ফেভারিট তা নিয়ে নিশ্চিত ভাবে বলাটা সহজ হবে না।
আপাত দৃষ্টিতে ভারত বাংলাদেশের চেয়ে শক্তিশালী হলেও সম্প্রতি দুর্দান্ত ফর্মে আছে টাইগাররা। একর পর এক রেকর্ড গড়ায় ক্রিকেট বিশ্বের আলোচনার কেন্দ্রে এখন টিম বাংলাদেশ। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব-মাহমুদুল্লাহর জুটি ক্রিকেট জগতকে জানিয়ে দিয়েছে টাইগারদের হুংকার। পাশাপাশি, ওপেনার তামিম ইকবালও আছেন দারুণ ফর্মে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দুই দলের বিপক্ষেই রান পেয়েছেন তিনি।
অন্যদিকে, চলতি টুর্নামেন্টে নিখুঁত ক্রিকেট উপহার দিয়েছে ভারত। পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় তুলে জায়গা করে নিয়েছে শেষ চারে। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও রানের চাকা ছিল সচল। ৩২১ রান করেই মাঠ ছেড়েছিল বিরাট কোহলির দল।
তাই ক্রিকেট জগতের চোখ এখন বাংলাদেশ-ভারত ম্যাচের দিকে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন