বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যে কারণে ভারতের বিপক্ষে খেলতে নাও পারেন মুস্তাফিজ

কয়েকদিন আগে ভারত ও শ্রীলঙ্কা সফরের জন্য ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এত বড় দল যখন, তখন ধরেই নেওয়া যায় তেমন কেউ বাদ পড়েননি ক্যাম্প থেকে।

একজন শাহরিয়ার নাফীস ছাড়া বাদ পড়েননি দল গঠনের সাম্প্রতিক আলোচনায় থাকা কোনো ক্রিকেটারই। ওপেনার এনামুল হককে যেমন ডাকা হয়েছে প্রাথমিক দলে। অস্ট্রেলিয়ায় ক্যাম্প করা ২৩ জনের বাইরে এনামুলের সঙ্গে নির্বাচকদের চিন্তায় ফিরেছেন আব্দুল মজিদ, আল আমিন, লিটন কুমার দাশ এবং নাসির হোসেন। এঁদের মধ্যে উপমহাদেশ সফরে নাসির হোসেন ভালোমতোই আছেন নির্বাচকদের চূড়ান্ত স্কোয়াড নির্বাচনী চিন্তায়।

তবে বড় খবর হলো, আগামী মাসে ভারতে অনুষ্ঠেয় একমাত্র টেস্টে মুস্তাফিজুর রহমানকে বল হাতে ছুটতে দেখার সম্ভাবনা নেই বললেই চলে। নিউজিল্যান্ড সফরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির আগে থেকেই অনুশীলনে ছাড়া বাকিটা সময় বিশ্রামেই কাটছে বাঁহাতি এ তারকা পেসারের। কাঁধের অস্ত্রোপচার কাটিয়ে দুটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টির পর কোমরের ব্যথা অনুভব করেন মুস্তাফিজ।

তাতে ২০ ওভারের শেষ ম্যাচে দল চাইলেও খেলতে পারেননি তিনি। সেই থেকে নেটেই সময় কাটছে মুস্তাফিজের। টিম ম্যানেজমেন্ট ধরেই নিয়েছে ওয়েলিংটনের পর ক্রাইস্টচার্চ টেস্টেও পাওয়া যাবে না কাটার মাস্টারকে। দলের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টেও মুস্তাফিজের খেলার সম্ভাবনা অতি ক্ষীণ, ‘টিম ম্যানেজমেন্ট শতভাগ ফিট মুস্তাফিজকে চায়। তবে এখনো যা অবস্থা, তাতে শ্রীলঙ্কা সফরের আগে ওকে সে অবস্থায় পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। ’

ফিটনেস নিয়ে মুস্তাফিজ নিজে মুখ খুলতে রাজি নন। তবে টিম ম্যানেজমেন্টের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, ‘ভারতে টেস্ট মাত্র একটিই। এরপর শ্রীলঙ্কায় রয়েছে পূর্ণাঙ্গ সিরিজ। দল চায়, সফরের সব খেলার মতো ফিট হয়ে উঠুক মুস্তাফিজ। তাই ভারতে খেলানোর ঝুঁকি না নিয়ে ওকে শ্রীলঙ্কায় খেলানোর কথা ভাবা হচ্ছে। দল মনে করে শ্রীলঙ্কায় দারুণ কিছু করা সম্ভব। মুস্তাফিজ থাকলে সে সম্ভাবনা বেড়েও যায়। ’ তাতে আইপিএলে নিজের মাঠে টেস্ট খেলা সম্ভবত হচ্ছে না মুস্তাফিজুর রহমানের।

এদিকে ক্রাইস্টচার্চ টেস্টের স্কোয়াডও কাল ঘোষণা করেছে বিসিবি। ওয়েলিংটনের ১৫ সদস্যের স্কোয়াডই অপরিবর্তিত আছে। তাই স্কোয়াডে আছেন ওয়েলিংটনে চোট পাওয়া টেস্টের নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিম এবং ইমরুল কায়েসও। যদিও এ দুজনের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলা নিয়ে রয়েছে সংশয়। বরং বেসিন রিজার্ভের নেটেই এখন বেশি মনোযোগ দলের সাপোর্ট স্টাফদের। বিশেষ যত্ন পাচ্ছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান ও টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার।

নিউজিল্যান্ড সফরে চোটজর্জর বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের একটা অদ্ভুতুড়ে চিন্তা জাস্টিফাই করে দিয়েছে। বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান তেমনটাই বলছিলেন, ‘স্কোয়াড বড় হওয়ায় কেউ চোট পেলেই দেশ থেকে কাউকে উড়িয়ে আনতে হচ্ছে না। ঝামেলা কম হচ্ছে। ’
তাতে মনে হচ্ছে টিম ম্যানেজমেন্টের বিশাল বহর নিয়ে বিদেশ সফরে যাওয়ার অনুরোধ দীর্ঘমেয়াদে অনুমোদনও পেতে যাচ্ছে। অবশ্য ভারত প্রতিবেশী দেশ এবং একটি মাত্র টেস্টের সফর হওয়ায় ১৫ কিংবা ১৬ সদস্যের দল হবে বাংলাদেশ। কিন্তু শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সফরে সেটি হয়ে যাবে ২০ জনের, তা আপনার মনঃপূত হোক বা না হোক!-কালেরকন্ঠ

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির