যে কারণে মাটি ছোঁয়ার ঠিক আগেই বিমানের বাতি নিভিয়ে দেয়া হয়
যারা বিমানে যাতায়াত করেন তাদের বিষয়টি জানা থাকলেও জানেন না তারা- যারা কখনোই বিমানে যাতায়াত করেননি।
বিমান মাটি ছোঁয়ার ঠিক আগেই নিভিয়ে দেয়া হয় ভেতরের আলো। কিন্তু কি কারণে এমনটা করা হয় তা কি জানেন?
বিমান দুর্ঘটনার ক্ষেত্রে অনেক সময়ই দেখা যায়, সেটা ঘটে ওঠা বা নামার সময়। আগাম দুর্ঘটনার সঙ্গে প্রস্তুত থাকতেই ল্যান্ডিংয়ের সময় বিমানের ভেতরের সব আলো বন্ধ করে দেয়া হয়।
বিমান বিশেষজ্ঞদের মতে, আসলে অন্ধকারের সঙ্গে যাত্রীদের চোখ মানিয়ে নিতেই এ পদ্ধতি মেনে চলা হয়। যাতে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটলে অন্ধকারের মধ্যেই বেরিয়ে আসতে পারেন।
দুর্ঘটনার মতো পরিস্থিতি তৈরি হলে সবার আগে আলো নিভে যায়। সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতেই এমনটা করা হয়। এতে করে হঠাৎ অন্ধকারে যাত্রীদের চোখ ধাঁধিয়ে যায় না।
একজন বিমানযাত্রীকে বিমান অবতরণের আগে ভেতরের আলো নিভিয়ে দিয়ে যাত্রীদের চোখ সইয়ে নেয়া হয়। যাতে বিমান অবতরণ করার সময় সমস্যা না হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন