যে কারনে ক্ষমা চাইলেন বার্সা গোলরক্ষক

রিয়ালের ড্রয়ের দিনে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সহজ নষ্ট করলো বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। দুর্বল রক্ষণ আর গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগানের ভুলে সেল্টা ভিগোর কাছে ৪-৩ গোলে হেরে গেছে বার্সা। আর নিজের ভুলের জন্য সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন বার্সা গোলরক্ষক।
ম্যাচের ৭৭ মিনিটে জর্ডি আলভার ব্যাকপাস বিপদমুক্ত করতে গিয়ে টের স্টেগেনের শট মারেন এগিয়ে আসা হার্নান্দেসের দিকে আর বল তার মাথায় লেগে জালে ঢুকে যায়।
এ নিয়ে সমর্থকদের উদ্দেশ্যে টের স্টেগান বলেন, `আমি বলটা আবার আলভাকে পাস দিতে চেয়েছিলাম, কিন্তু আমার ভুলে বলটা প্রতিপক্ষ খেলোয়াড় গোল পেয়ে যায়। তবে আমরা শেষ সময় পর্যন্ত লড়াই করেছি, আর শেষ গোলটার জন্য আমি ক্ষমা চাচ্ছি।`
এদিকে নিজের দুঃসময় পিকের সমর্থন পেয়েছেন বার্সার এই গোলরক্ষক। টের স্টেগানকে সমর্থন জানিয়ে পিকে বলেন, `ব্যাকপাসে সময় তেমন কোনো চাপ ছিল না তবে অনেক দুঃসময়ে সে আমাদের সাহায্য করেছে। আর এটা সেফ একটা দুর্ঘটনা।`
এদিকে এ হারে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে নেমে গেছে লুইস এনরিকের দল।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন