যে দেশে দিন শুরু না হতেই নেমে আসে আবার রাত
দিন শুরু না হতেই রাত নেমে এলো ইন্দোনেশিয়া-সহ প্রশান্ত মহাসাগরীয় বেশকিছু অঞ্চলে। কারণটা সূর্যগ্রহণ। এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থান থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দর্শন করলেন সেইসব এলাকার লাখ লাখ মানুষ। সে সময় অঞ্চলটির বিভিন্ন অংশ পুরোপুরি অন্ধকারে ঢাকা পড়ে। ইন্দোনেশিয়া আর প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর মতো পূর্ণগ্রাস সূর্যগ্রহণ না দেখা গেলেও এশিয়া ও অস্ট্রেলিয়ায় আংশিক সূর্যগ্রহণের দেখা মিলেছে।
বিবিসি অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
ইন্দোনেশিয়ায় সূর্যগ্রহণ শুরু হয় সেদেশের স্থানীয় সময় সকাল ৬টা ১৯ মিনিটে। সূর্যোদয়ের আগে থেকেই তাই এসব দেশের বিভিন্ন জায়গায় সূর্যগ্রহণ দেখতে অবস্থান নেন সেসব দেশের হাজার হাজার মানুষ। তবে পূর্ণগ্রাস সুর্যগ্রহণ দেখা গেছে ইন্দোনেশিয়ার কিছু দ্বীপ থেকে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার অন্যতম একটি জায়গা হলো ইন্দোনেশিয়ার বেলিতুংয়ের অলিভিয়া সমুদ্র সৈকত। সেখানে ভিড় করেন দর্শণার্থীরা।
দেশটির সুমাত্রা, বোর্নিও ও সুলাওয়েসিসহ কয়েকটি দ্বীপে সূর্য পুরোপুরি চাঁদের আড়ালে ঢাকা পড়ে যায়। আর সেকারণে দিনের শুরুতেই এসব এলাকায় রাত নেমে আসে।
বিশেষ করে মাবা, মালুকু দ্বীপগুলোতে প্রায় তিন মিনিট পর্যন্ত অন্ধকার অবস্থা বিরাজ করে। উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় এটি দীর্ঘ সময় ধরে থাকা সূর্যগ্রহণ। এছাড়া অন্য এলাকাগুলোতে প্রায় দুই মিনিট পর্যন্ত অন্ধকার ছিল।
ইন্দোনেশিয়ার বেলিতুং প্রদেশের একটি সমুদ্র সৈকতে জড়ো হওয়া হাজার হাজার মানুষের মন্তব্যে ঘুরে ফিরে আসছিল একই কথা। তারা বলেন, এটা ‘জাদুকরী’ অভিজ্ঞতা।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন