‘যে নৌকায় ভোট দেয় না, সে মুক্তিযোদ্ধা না’

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ বলেছেন, যে নৌকায় ভোট দেয় না, সে মুক্তিযোদ্ধা হতে পারে না।
কাজী জাফর উল্লাহ বলেন, হালুয়া রুটির লোভে যারা স্বতন্ত্র প্রার্থী বা বিভিন্ন প্রতীকধারী প্রার্থীকে ভোট দেয়, তারা কখনই প্রকৃত মুক্তিযোদ্ধা নয়। এলাকার এসব মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করে চিহ্নিত করতে হবে।
শুক্রবার রাতে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এসব মুক্তিযোদ্ধারা সারা বছর ক্ষমতাসীনদের ছত্রছায়ায় থেকে সুবিধা নেবে আবার ভোটের সময় বেঈমানি করবে। এসব লোকেরা মুক্তিযোদ্ধারা জাতীর কলংক।
আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়ে জাতি স্বাধীনতা পেয়েছে। আর সেই মুক্তিযোদ্ধাদের ভাগ্য উন্নয়নে যা কিছু করার একমাত্র শেখ হাসিনাই করেছেন। তাই মুক্তিযোদ্ধারা কখনোই নৌকার বাইরে যেতে পারেন না।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউদ্দিন খালাসীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মহিলা সংরক্ষিত আসনের এমপি স্থপতি নিলুফার জাফর উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. কাউছার মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, আবুল কাসেম প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন