রবিবার, মে ৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

‘তারেক রহমান চাইলে দেশের প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি হতে পারতেন’

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান চাইলে দেশের প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি হতে পারতেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, তার সে যোগ্যতা আছে। কিন্তু তিনি দলের কথা চিন্তা করে তা করেননি।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি। মানববন্ধনের আয়োজন করে বিএনপিপন্থি সংগঠন দেশনেত্রী ফোরাম।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করে গেছেন দাবি করে শামসুজ্জামান দুদু বলেন, ‘তিনি গণমাধ্যমের স্বাধীনতা দিয়েছিলেন। তারই উত্তরসূরি তারেক রহমান। কিন্তু সেই তারেক রহমান ও দেশের একাধিকবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে।’

দুদু বলেন, ‘বাংলাদেশের কোনো সাবেক প্রধানমন্ত্রী কখনো সপ্তাহে দুবার আদালতে হাজিরা দিয়েছেন এমন নজির আমরা দেখিনি। কিন্তু খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সপ্তাহে দুবার আদালতে যাচ্ছেন। কোনো সাবেক প্রধানমন্ত্রী আইনের প্রতি শ্রদ্ধা রেখে ঘণ্টার পর ঘণ্টা আদালতে বসে থেকেছেন, এমনটিও দেখিনি কখনো।’

খালেদা জিয়ার প্রতি অবিচার করা হচ্ছে বলে দাবি করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। তিনি বলেন, ‘এক-এগারোর সময় খালেদা জিয়ার নামে চারটি মামলা থাকলেও শেখ হাসিনার নামে ছিল এক ডজনের বেশি মামলা। তারপরও আজ শেখ হাসিনাকে আদালতে যেতে হয় না। তার বেশির ভাগ মামলা প্রত্যাহার হয়েছে। আর খালেদা জিয়াকে সপ্তাহে দুবার হাজিরা দিতে হচ্ছে আদালতে।’

খালেদা জিয়া, তারেক রহমানসহ বিরোধী দলের সব নেতাকর্মীর বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনন্য দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, ‘এর আগে আপনিও এমন মামলা নিয়ে সমালোচনা করেছেন, কিন্তু কেউ তা প্রত্যাহারে উদ্যোগ নেইনি। স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় ছিল কেউ এমনটা করেনি। আপনি তা করলে ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন হবে।’

সংগঠনের সভাপতি এ কে এম বসির উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী, বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. মনির হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী প্রমুখ।

0

এই সংক্রান্ত আরো সংবাদ

পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব গেছেন মির্জা ফখরুল

পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব গেছেন বিএনপি মহাসচিব মির্জাবিস্তারিত পড়ুন

ড. ইউনূসসহ ১৪ জনের জামিন 

নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনকে গ্রামীণ টেলিকমের শ্রমিকবিস্তারিত পড়ুন

সব পন্থি সরকারের হাত থেকে মুক্তি চায়: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু ডান আরবিস্তারিত পড়ুন

  • মে দিবস হচ্ছে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে শপথের দিন : জিএম কাদের
  • প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন 
  • হেফাজত নেতা মামুনুল হক মুক্তি পেতে যাচ্ছেন
  • খালেদা-তারেককে বাদ রেখে সিদ্ধান্ত নেওয়া যায় কিনা ভাবছে বিএনপি
  • থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে মাহবুবকে অব্যাহতি
  • খালেদা জিয়া ডাল-ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিলেন : প্রধানমন্ত্রী
  • শ্রমিক অধিকার নিয়ে নালিশের নিষ্পত্তি নভেম্বরে: আইনমন্ত্রী 
  • বিএনপির কেন্দ্রীয় ৩ নেতার পদোন্নতি
  • বিএনপি মানে খাইখাই, আ.লীগ মানেই দেই-দেই: প্রধানমন্ত্রী
  • ক্ষমা চেয়ে নিচ্ছি, তাড়াহুড়োয় ভুল হয়ে গেছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
  • হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া