যে ১৮টি উপায়ে বিজ্ঞাপনগুলি আমাদের ঠকিয়ে চলেছে
বিজ্ঞাপনে পণ্যকে যেভাবে দেখানো হয়, বাস্তবে কি সেই সব পণ্য তেমনই থাকে? উত্তর সহজ, না। বিজ্ঞাপনে আম-জনতাকে ঠকানো হচ্ছে। এবার জেনে নেওয়া যাক, কীভাবে এই কাজগুলি করা হয়ে থাকে।
১. সফ্ট ড্রিঙ্কস-এর বিজ্ঞাপনে যে পরিমাণ দেখানো হয় বুদ্বুদ্ দেখানো হয়, বাস্তবে তেমনটা ঘটে না। স্রেফ দেখতে আকর্ষণীয় করার জন্যই এই কাজটি করা হয়। কীভাবে জানেন? সফ্ট ড্রিঙ্কস-এর সঙ্গে অ্যান্টাসিড মিশিয়ে।
২. খাবার বা মশলার মতো বিজ্ঞাপন চিত্তাকর্ষক করা হয় কীভাবে জানেন? খাবারকে যদি গরম এবং ধূমায়িত দেখানো যায়, তা হলেই সেটি দেখতে ভাল লাগে নিঃসন্দেহে। এই কাজটি করা হয় একটি সহজ উপায়ে। তুলোর বল ভিজিয়ে সেটি গরম করে খাবারের পাত্রের আড়ালে রেখে দেওয়া হয়।
৩. সবজি টাটকা দেখাতে কী করা হয় জানেন? সবজির উপরে ডিওডোর্যান্ট স্প্রে করলেই কেল্লাফতে।
৪. আইসক্রিমের বিজ্ঞাপনে কোনের উপরে কী থাকে বলতে পারবেন? আলুসেদ্ধ।
৫. হ্যামবার্গার বান বা পাঁউরুটির মতো পণ্যে বাদামি রং করা হয় কী দিয়ে? স্যু পলিশ।
৬. অনেক বিজ্ঞাপনেই প্লেটের উপর খাবার রেখে ছবি তোলা হয়। এ জন্য বহু ক্ষেত্রে প্লেটটি কোনও একদিকে হেলিয়ে ছবি তুলতে হয় ফোটোগ্রাফারদের। এই সব ক্ষেত্রে তাঁরা মাটি দিয়ে খাবার আটকে রাখেন।
৭. ঘন দুধ ছড়িয়ে দেওয়া হচ্ছে কর্নফ্লেক্স বা ওট্স-এর উপর। কী ব্যবহার করা হয়? সাদা রঙের আঠা।
৮. শ্যাম্পু করলেই কি চুল ওড়ে নায়িকাদের মতো? উড়বে কী করে! বিজ্ঞাপনে যে প্রচুর ব্লো ড্রায়ার এবং পাখা ব্যবহার করা হয়!
৯. নিখুঁত বরফের টুকরো দেখানো হয় বিজ্ঞাপনে। ওগুলো আসলে প্লাস্টিকের টুকরো।
১০. ফোলা ফোলা, নধর মাংসের টুকরো দেখেন বিজ্ঞাপনে। আধকাঁচা মাংসের ভিতর টিস্যু পেপার ঠেসে সেগুলিকে দেখতে লোভনীয় করা হয়।
১১. বিজ্ঞাপনে মধু বা ক্যারামেল গড়িয়ে পড়তে দেখে জিভে জল আসে? ওটা আসলে গাড়ির তেল।
১২. বিজ্ঞাপনের বার্গারে তিল দেখেন? কী সুন্দর করে সাজানো থাকে? প্রতিটি নিখুঁত হিসেব করে বসানো হয়।
১৩. বিজ্ঞাপনে গ্রিল্ড চিকেন কেন এত সুন্দর লাগে দেখতে? কালো অংশগুলি আসলে জুতোর কালো পলিশ।
১৪. কেন বিজ্ঞাপনের বার্গার এত ‘জুসি’ বা রসালো হয় দেখতে? কারণ সহজ। আধকাঁচা থাকে সবগুলো। হ্যাঁ, ঠিকই। মডেলরা তাতেই কামড় বসান।
১৫. বিজ্ঞাপনী স্ট্রবেরিতে লিপস্টিক ব্যবহার করা হয়।
১৬. কাচের গ্লাসে ঘন সাদা দুধ পড়তে দেখেছেন? অবাক হবেন না। ওটা সাবান জল।
১৭. কেকের ফাঁকে ক্রিমের মোটা পরত দেখে লোভ হয়? ভাববেন না, ওর ভিতরে রয়েছে কার্ডবোর্ড।
১৮. কোল্ড ড্রিঙ্কস-এর গ্লাসের গায়ে বরফ দেখানো হয় কীভাবে? কাচের গ্লাসে কোল্ড ড্রিঙ্কসের উপর বরফ ঢেলে বাইরে থেকে ডিওডোর্যান্ট স্প্রে করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন