যে ২টি কারনে দল থেকে বাদ পড়লেন মোস্তাফিজ
প্রথম টেস্টের মতো দ্বিতীয় ম্যাচের স্কোয়াডেও জায়গা হয়নি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়েলিংটনে চলমান টেস্টের স্কোয়াডটিই রেখেছে বিসিবি।
প্রথমত: আগামী ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের কথা চিন্তা করেই হয়তো ফিজকে নিয়ে কোন ঝুঁকি নিতে চাচ্ছে না বাংলাদেশের নির্বাচকরা। আর ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টে একাদশে খেলা তিন পেসার শুভাশিষ রয়, তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বির পারফরমেন্স আশানুরূপ ভালো।
দ্বিতীয়ত: ঠিক কী কারণে এমনটি করা হয়েছে এমন প্রশ্নে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। আকরাম খান বলেন, ‘মুস্তাফিজ ইনজুরি থেকে দলে ফেরত এসেছে। এখনও সে নিজেকে পুরোপুরি ফিট মনে করছে না।
সে কারণে একটা ম্যাচ খেললেতো আরেক ম্যাচে সে খেলতে পারে না। তাকে নিয়ে আমরা কাজ করছি। ফিজও তাকে তার আসল শক্তিতে ফিরে আসার ব্যাপারে সহায়তা দিচ্ছেন। আশা করছি সে তার মতো করে শিগগির ফিরে আসবে।’
আকরাম খান আরও যোগ করেন, ‘আমাদের মনে হয়ে মুস্তাফিজের কৌশল সহ সবকিছু উপমহাদেশের কন্ডিশনে যতটা কার্যকর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশনে হয়তো ততটা নয়। সে কারণে আমরা আমাদের আসন্ন ভারতের সঙ্গে টেস্ট, শ্রীলঙ্কা সফরের জন্যে তাকে বেশি করে কাজে লাগাতে চাই। তাকে সেভাবেই প্রস্তুত করা হচ্ছে।’
বাংলাদেশ স্কোয়াড : মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, মোমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান ও শুভাশিষ রয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন