যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
নওগাঁয় পারভীন আকতার (২৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বেলা ১১টার দিকে সদর উপজেলার হাসাইগাড়ী ইউনিয়নের হাসাইগাড়ী গ্রামে বাড়ির শোবার ঘর থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। যৌতুকের দাবিতে তাঁকে পিটিয়ে হত্যা করেছে বলে তাঁর পরিবার দাবি করেছে। এ ঘটনায় তাঁর স্বামী ইসরাফিল হোসেন পলাতক রয়েছেন।
নিহত পারভীন আকতার ওই ইউনিয়নের ভুতুলিয়া গ্রামের আফজাল হোসেনের মেয়ে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আফজাল হোসেন অভিযোগ করেন, প্রায় ১২ বছর আগে পারভীন ও ইসরাফিলের বিয়ে হয়। শফিকুল (৯) নামের তাঁদের একটা পুত্র সন্তানও রয়েছে। বিয়ের পর থেকে প্রায়ই বাবার বাড়ি থেকে টাকা আনতে বলতেন ইসরাফিল। তাঁর কথামতো টাকা না আনলে পারভীনের ওপর নেমে আসত শারীরিক নির্যাতন।
আফজাল হোসেন বলেন, হাসাইগাড়ী বাজারে হার্ডওয়ারের ব্যবসা রয়েছে ইসরাফিলের। ব্যবসায় অব্যাহত লোকসান হতে থাকায় তিনি সম্প্রতি শ্বশুরবাড়ি থেকে দুই লাখ টাকা যৌতুকের দাবি করেন। বাবার বাড়ি থেকে টাকা আনতে রাজি না হওয়ায় পারভীনের ওপর নির্যাতন শুরু করেন ইসরাফিল। এরই ধারাবাহিকতায় আজ ভোরে পারভীনকে মারধর করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পারভীনের মৃত্যুকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ইসরাফিল লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যান বলে আফজাল হোসেন অভিযোগ করেন। পরে প্রতিবেশীরা তা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
এ ঘটনায় আফজাল হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন।
নওগাঁ সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) শামসুল আলম শাহ জানান, এটি হত্যা না আত্মহত্যার ঘটনা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই তা বলা যাবে। এ ঘটনায় পারভীন আকতারের স্বামী ইসরাফিলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নওগাঁয় পুলিশের গুলিতে দুইজন নিহত
নওগাঁর মান্দায় পুলিশের গুলিতে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন।বিস্তারিত পড়ুন
এ দুর্ভোগের শেষ কোথায় ?
নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) থেকে: এ দুর্ভোগের শেষ কোথায়, আরবিস্তারিত পড়ুন
আত্রাইয়ে ৩ গ্রামের মানুষের নদী পারাপারে নৌকায় একমাত্র ভরসা
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) থেকেঃ নওগাঁর আত্রাইয়ে একটি ব্রিজেরবিস্তারিত পড়ুন