যৌতুক না পেয়ে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী পলাতক
যৌতুক না পেয়ে ফেনী সদর উপজেলায় নাজমা আক্তার (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। হত্যাকাণ্ডের পর থেকে গৃহবধূর স্বামী ও ভাশুর পলাতক রয়েছেন।
নিহত নাজমা আক্তারের ভাই মো. শামীম জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় তাঁর বোনকে শ্বাসরোধ করে হত্যার পর শ্বশুরবাড়ির লোকজন প্রথমে তা আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা চালায়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাঁর বোনকে নির্যাতন করা হতো বলে তিনি অভিযোগ করেন।
মো. শামীম জানান, পাঁচ বছর আগে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের বশির আহম্মদের ছেলে দেলোয়ার হোসেন ওরফে শিপনের সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়। তাঁদের তিন বছরের একটি ছেলে রয়েছে। শিপন আগে সৌদি আরব থাকতেন। দেশে ফিরে আবার বিদেশে যাওয়ার জন্য যৌতুক দাবি করেন তিনি। কিন্তু টাকা না পেয়ে তাঁর বোনের ওপর নির্যাতন চালাতেন।
হত্যাকাণ্ডের ঘটনায় গৃহবধূ নাজমা আক্তারের বাবা আবুল কালাম বাদী হয়ে স্বামী দেলোয়ার হোসেন ও ভাশুর দুলালের বিরুদ্ধে ফেনী সদর মডেল থানায় গতকাল বুধবার মামলা করেছেন। ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জমান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন