যৌতুক না পেয়ে শাশুড়িকে হাতুড়িপেটা করেছে জামাই

যৌতুক না পেয়ে শাশুড়িকে হাতুড়ি পেটা করে গুরুতর আহত করেছে তার মেয়ে জামাই। তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাঁর মাথায় ১৪টি সেলাই দিতে হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ইসমাইলপুর নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ জামাইকে গ্রেপ্তার করেছে।
আক্কেলপুর থানা সুত্রে জানা গেছে,আহত শাশুড়ি সামছুন্নাহার এর নবম শ্রেণির মেয়ে দোলা বেগমের সাথে গোপনে বিয়ে হয় একই উপজেলার আওয়ালগাড়ী গ্রামের মিনার হোসেন এর সাথে। বিয়ের পর থেকে মিনার যৌতুকের জন্য শাশুড়িকে চাপ দিতে থাকে।
শাশুড়ি ৯০ হাজার টাকা দিলেও জামাই বায়না ধরে মোটরসাইকেল নেওয়ার জন্য। তাতে রাজি না হলে আজ বিকেলে মাঠে কাজ করার সময় মিনার তার শাশুড়ির মাথায় হাতুরি দিয়ে উপর্যুপরি আঘাত করলে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আক্কেলপুর থানায় মামলা হলে পুলিশ মিনার হোসেনকে গ্রেপ্তার করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

জয়পুরহাটে ধর্ষক সুইটের বিচার দাবি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সরকারি প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়েরবিস্তারিত পড়ুন
স্বামীর সঙ্গে অভিমান করে শিশুকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ!
স্বামীর সঙ্গে অভিমান করে জয়পুরহাটের সদর উপজেলায় শিশু মেয়েকে নিয়েবিস্তারিত পড়ুন

শিশুর লাশ উদ্ধার, অপহরণের পর হত্যার অভিযোগ
জয়পুরহাটের কালাই উপজেলার পৌর এলাকায় দ্বিতীয় শ্রেণিতে পড়া এক শিশুকেবিস্তারিত পড়ুন