যৌথ প্রযোজনা নিয়ে এবার যা বললেন সাকিব খান!

যৌথ প্রযোজনার একটি সুনির্দিষ্ট নীতিমালা আছে। দুই বাংলার একত্রীকরণের ক্ষেত্রে যৌথ প্রযোজনার নিয়মকানুন কিছুটা পরিবর্তন করা হয়েছে। কিন্তু সেটা কতোটুকু মেনে চলা হচ্ছে তা নিয়ে রয়েছে বিতর্ক। স্বাভাবিকভাবেই শাকিবের কাছে এলো যৌথ প্রযোজনা বিষয়ক নানান প্রশ্ন। কারণ এ ধরনের ছবি নিয়ে তিনি নিজেই মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন।
শাকিব বলেছেন, ‘এ ছবিতে বাংলাদেশ ও ভারতের দুই বাংলার শিল্পীদের উপস্থিতি থাকছে সমান। এখন পর্যন্ত সুন্দরভাবে কাজটা এগোচ্ছে। অন্তত এ ছবি নিয়ে যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণার কোনো সুযোগ থাকবে না বলে আমি বিশ্বাস করি। আর নীতিমালা দেখার জন্য কমিটি আছে। নীতিমালা ভঙ্গ হলে কমিটি তো আছেই। তাছাড়া এ পর্যন্ত যৌথ প্রযোজনার অনেক ছবি মুক্তি পেয়েছে, কমিটি তো নিয়মকানুন দেখেই সেগুলোকে সেন্সর ছাড়পত্র দিয়েছে।’
সব মিলিয়ে শিকারি ছবি নিয়ে খুবই উচ্ছ্বসিত সাকিব । আশা করছেন সব মিলিয়ে ভালোই হবে । জাকির হোসেন সীমান্ত এবং ওপারের জয়দেব মুখার্জির যৌথ পরিচালনায় ছবিটিতে শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী। এ ছাড়াও আছেন অমিত হাসান, সুব্রত, মনজুরুল আলম, রেবেকা, শিবা শানু, কলকাতার সব্যসাচী চক্রবর্তী, রুদ্র প্রতাপলিলি চক্রবর্তী, সুপ্রিয় দত্ত, খরাজ মুখার্জি ও রাহুল দেব রয়।
‘শিকারী’র কাহিনী লিখেছেন আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে চ্যাটার্জি। কলকাতায় এর দৃশ্যধারণ শুরু হবে আগামী ১৪ মার্চ। এ ছবির অনলাইন ও ডিজিটাল কন্টেন্ট পার্টনার লাইভ টেকনোলজি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন