যৌনকর্মীর কারণে বিশ্বকাপে ডুবেছিল দক্ষিণ আফ্রিকা!
ঘটনা সত্যি। একজন যৌনকর্মীর কারণেই ২০১৫ বিশ্বকাপে ভরাডুবি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। নিউজিল্যান্ডের সবচেয়ে বিখ্যাত যৌনকর্মী লিসা লুইসকে বিশ্বকাপে প্রোটিয়াদের হৃদয় ভাঙার কারণ বলা হচ্ছে এখন। জানা গেছে, বিশ্বকাপের সময় কমপক্ষে চারবার প্রোটিয়া দলের সদস্যরা লিসার ব্যয়বহুল ম্যাসাজ বা মালিশ নিয়েছিলেন।
দক্ষিণ আফ্রিকার একটি সংবাদপত্র বেশ শোরগোল তুলেছে এই খবর দিয়ে। বিশ্বকাপের সেমিফাইনালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের কাছে ১ বল বাকি থাকতে নাটকীয় ভাবে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। ছক্কায় হয়েছিল রোমাঞ্চকর ম্যাচের নিস্পত্তি। ওই ম্যাচের আগের দিন ২৩ মার্চ অকল্যান্ডের পালম্যান হোটেলে লিসা প্রোটিয়া দলের ৫ খেলোয়াড়ের প্রত্যেককে আধ ঘণ্টার মালিশ দিয়েছিলেন। সেই সেবায় ৫২৫ ডলার ব্যয় হয়েছিল।
৩৫ বছরের লিসা নিউজিল্যান্ডের সেলিব্রেটি যৌনকর্মী। ২০০৬ সালে অল ব্ল্যাকসদের একটি রাগবি ম্যাচে বিকিনি পরে ঢুকে পড়েছিলেন মাঠে। তুমুল আলোচিত ছিল তা। হালে সুপারস্টার রাগবি খেলোয়াড় অ্যারন স্মিথের সাথে বিমানবন্দরের প্রতিবন্ধী টয়লেটে যৌনকর্মের অভিয়োগ আছে তার বিরুদ্ধে। ওই ঘটনায় দল থেকে বাদ পড়েন অ্যারন।
সাবেক ড্যান্সার লিসা নিউজিল্যান্ডের প্রথম টপলেস নিউজ প্রেজেন্টারও বটে। তিনি মনে করেন, যৌনকর্মই বিশ্বের সেরা পেশা। এখন যৌনতায় ঘণ্টায় ২,০০০ ডলার ও গোটা রাতের জন্য ৭,০০০ ডলার নেন। উইকেন্ডের এক রাতে তাকে দিতে হয় ১০,০০০ ডলার। টুইটারে সক্রীয় লিসা।
গত বিশ্বকাপের আগে যৌনকর্মী থেকে একটি ম্যাসাজ প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কাজ করেন লিসা। তার অতীত জানতে পেরে পরে ওই প্রতিষ্ঠানটি ছাটাই করে লিসাকে। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার মোহাম্মদ মুসাজিও বললেন বিশ্বকাপ থেকে বাড় পড়ার পর লিসার অতীত জেনেছিলেন তারা। “সফরে বাইরের থেরাপিস্ট আমরা নেই। ওকে (লিসা) আমরা ডাকিনি। আমাদের কাজ করতেও জোর করিনি।” মুসাজি বলেছেন, “ওই প্রতিষ্ঠানের সেবা আমরা আগেও নিয়েছি। তারাই পাঠিয়েছিল। এমন সেবা সব স্পোর্টস দলই নেয়।”
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন