যৌন নিপীড়নের দায়ে সেনাসদস্য আটক বাণিজ্য মেলায়
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নারীকে যৌন নিপীড়ন করার অভিযোগে মিজানুর রহমান নামের এক সেনাবাহিনীর সদস্যকে আটক করে শেরেবাংলা নগর থানা হেফাজতে নেওয়া হয়। পরে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সেনা ইউনিটে হস্তান্তর করা হয়েছে।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিজি বিশ্বাস সংবাদমাধ্যমকে জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শেরেবাংলা নগরের বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে অভিযুক্ত সেনা সদস্যকে কয়েকজন নারী মিলে থানায় সোপর্দ করেছেন।
তিনি জানান, ঘটনার সময় মিজানুর রহমান কর্তব্যরত অবস্থায় ছিলেন না। থানায় নেওয়ার পর পরিচয়পত্র দেখিয়ে নিজেকে সেনা বাহিনীর সদস্য দাবি করেন। অভিযোগকারী নারী থানায় লিখিত অভিযোগে মিজানুর রহমান তার ‘শ্লীলতাহানি’ করেছেন বলে উল্লেখ করেছেন।
মিজানুর রহমান সম্মিলিত সামরিক হাসপাতালে কাজ করেন বলে জানা গেছে।
শুক্রবার রাত পৌনে দুইটার দিকে শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার (এসআই) সাইফুল ইসলাম বলেন, অভিযুক্ত সেনাসদস্যকে তার ইউনিটে হস্তান্তর করা হয়েছে। নিয়ম অনুযায়ী সেখান থেকেই তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।-দ্যরিপোর্ট
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন