রংপুরে লাউ এ লেখা আল্লাহ,দেখতে উৎসুক মানুষের ভীড়
রংপুরে লাউ এ আরবীতে লেখা আল্লাহ নাম। সেটা দেখতে রংপুর সিটি কর্পোরেশনের ৬নং কোবারু ওয়ার্ডে সাধারন মানুষের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ নিয়ে ঘটনাস্থলে দীর্ঘ সময় ধরে ছিল উপচেপড়া মানুষের ভীড়।
আজ বুধবার সকালে এরকম লাউ এর সন্ধান মেলে আবদুল জব্বারের বাড়িতে। আবদুল জব্বার জানান, অন্যান্য দিনের মত সকালে লাউ ক্ষেতে লাউ তুলতে যান।তখন তার চোখে পড়ে আরবিতে আল্লাহ নাম লেখা একটি লাউ।এ দেখে তিনি আশ্চর্য হয়ে যান এবং বাড়ির সবাইকে ডেকে লাউ টি দেখান। এ ঘটনায় কিছু সময়ের জন্য সবাই বাকরুদ্ধ হয়ে পড়েন।
ঘটনাটি জানাজানি হওয়ার সাথে সাথে লাউ টি দেখতে বাড়তে থাকে উৎসুক মানুষের ভীড়।তিনি আরো জানান, খবরটি ছড়িয়ে পড়ায় আশপাশ সহ এলাকার বিভিন্ন বয়সের মানুষ এক নজর দেখার জন্য ভীড় জমাচ্ছেন।
এদিকে, আরবিতে আল্লাহ লেখা লাউটি দেখে অনেকেই “সুব্হানাল্লাহ” বলে জিকির করতে থাকেন এবং বলতে থাকেন মহান আল্লাহ সকল জায়গায় বিরাজমান। অলৌকিক এ লাউটি সংরক্ষন করা হবে বলে বাড়ির মালিক জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন