সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রং নাম্বারে মিসড কল! অতঃপর … সিনেমার গল্পকে হার মানাবে ..

মোট সতেরো বার অস্ত্রোপচার করা হয়েছে। আরও কতবার করতে হবে কে জানে! তাও কি দূর হবে রূপের বীভৎসতা। সব নিজের ভবিতব্য বলে মেনে নিয়েছিলেন ললিতা বংশী। বছর পাঁচেক আগে পারিবারিক বিবাদের জেরে চাচাতো ভাইয়েরা তাঁর মুখে ছুড়ে মেরেছিল অ্যাসিড। ঝলসে যাওয়া মুখ নিয়েই বেঁচেছিলেন ২৫ বছর বয়সী এই তরুণী।

যদিও তাকে বেঁচে থাকা বলতে ইচ্ছে করত না। অ্যাসিডের তীব্র দহনের চেয়ে কম ছিল না দিন কাটানোর অসহ্য জ্বালা। কাজ করেন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে। আম বিক্রি করে সেই সংস্থা। কাজের মাঝে একদিন ভুল করে এক নাম্বারে মিসড কল দিয়ে ফেলেছিলেন ললিতা।

আর পাঁচটা মিসড কল-এর মতো সংক্ষিপ্ত হল না সেই পর্ব। ও প্রান্ত থেকে আবার ফোন এল ললিতার কাছে। ফোন গেলও। এভাবেই চলল আলাপ পর্ব। কীভাবে যেন জন্ম নিল পূর্বরাগ।

কিন্তু ললিতা জানতেন‚ দেখা হলে পূর্বরাগ বেসুরে বাজতে সময় লাগবে না। কিন্তু মাঝে মাঝে মানুষের বেসুরগুলোকেও কেউ সপ্তসুরে বাজিয়ে দেয়।

সেটা উপলব্ধি করলেন ললিতা। যখন তাঁর সঙ্গে দেখা হল মিসড কল-এর ওপারে যিনি আছেন‚ তাঁর সঙ্গে। তিনি রবিশঙ্কর সিং। পেশায় ব্যবসায়ী। আগে ছিল ভালো লাগা। দেখা হওয়ার পরে ললিতার ক্ষতবিক্ষত মুখটাকেই ভালোবেসে ফেললেন এই যুবক।

রং নাম্বারের একটা মিসড কলকেই করে নিলেন জীবনের পথনির্দেশ। স্থির করলেন‚ বিয়ে করলে‚ ললিতাকেই বিয়ে করবেন।

নিজের মুখটাকে আয়নায় দেখে যত সরে আসার চেষ্টা করেছেন ললিতা‚ তত তাঁকে ভালোবাসার নিগড়ে বেঁধেছেন রবিশঙ্কর। সদ্য বিয়ে হয়েছে তাঁদের। বিয়ের সব দায়িত্ব‚ ব্যয়ভার সামলেছে একটি বণিক প্রতিষ্ঠান।

ঘটনাটি ভারতের মুম্বাইয়ের। সেখানকার দাদারে তাঁদের বিয়ের আসরে ভোজন-রোশনাই-কনের লেহঙ্গা-অলঙ্কার-বরের সাজ‚ কোথাও কোনও কমতি ছিল না। অতিথি ছিলেন দেড়শো জন। অভ্যাগতদের মধ্যে ছিলেন অভিনেতা বিবেক ওবেরয়‚ কংগ্রেস বিধায়ক নীতিশ রাণে এবং মুম্বাইয়ের প্রাক্তন শেরিফ জগন্নাথ রাও হেগড়ে।

বিয়ের পরে কোথায় নতুন সংসার পাতবেন রবিশঙ্কর-ললিতা‚ কোথায় যাবেন মধুচন্দ্রিমায়‚ সব ব্যবস্থা করে দিয়েছে ওই সংগঠন। ললিতার পরবর্তী অস্ত্রোপচারের উদ্যোগও নেওয়া হয়েছে।

রং নাম্বারের দৌলতে ললিতার জীবন এখন রঙিন। তাঁদের দাম্পত্যের উজ্জ্বলতা আরও গাঢ় হোক।

– ইন্টারনেট

এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা

পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?

এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • লজ্জায় লাল হয়ে যায় পাখিও
  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ