রঙ পরিবর্তন করা জুতো [ভিডিও]

এক জুড়ো জুতো কিনলেন। জুতো যতো দামি হোক, জুতোর রঙ বা ডিজাইন তো আর পরিবর্তন হবে না। সবসময় এক রঙের জুতো পড়তে কার ভালো লাগে? আর অনেকগুলো জুতো একসঙ্গে বহন করাও কষ্টকর। তবে এমন এক জুড়ো জুতো যদি আপনার থাকে যেটিতে রঙ পরিবর্তন করা যাবে তাপমাত্রা অনুসারে, তাহলে তো ব্যাপারটা বেশ আকর্ষণীয় হয়।
জনপ্রিয় জুতা ও ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান নাইকি এমনি একটি জুতো নিয়ে আসলো যে জুতোটি তাপমাত্রার সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে রঙ বদলাতে পারে। এই জুতো জোড়া পানিতে বা সূর্য্যের আলোতে রঙ পরিবর্তন করতে সক্ষম। একটি ভিডিওতে দেখা যায়, বেগুনী রঙের একটি জুতোতে তাপ প্রদান করা হলে সেটির রঙ হালকা নীল হয়ে যায়। আবার একি জুতোর উপর পানি পড়লে সেটির রঙ পিঙ্ক হয়ে যায়।
পানিতে বা আলোতে রঙ পরিবর্তনকারী অনেক ডিভাইস এসেছে। এমনকি মগ, চাবির রিঙ, টি-শার্ট সহ নেইল পলিসেও এই প্রযুক্তি ব্যবহার করতে দেখা গেছে। এরি ধারাবাহিকতায় এবার জুতোতেও রঙ পরিবর্তনের প্রযুক্তি অন্তর্ভূক্ত হয়েছে।
এই জুতোটিতে বেগুনি থেকে নীল, কমলা থেকে হলুদ এবং গোলাপী থেকে লাল করা যায় এমন তিনটি ভার্সনে বাজারে পাওয়া যাচ্ছে। জুতোটির মূল্য ১৬০ ডলার। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি টাকায় ১২ হাজার ৮০০ টাকা।
এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন