রঞ্চি-উইলিয়ামসনের অর্ধশত, দারুণ খেলছে নিউজিল্যান্ড
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। বার্মিংহামের এজবাস্টনে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে ব্যাট করছে কিউইরা। শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৩৪.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৮ রান। কেন উইলিয়ামসন ৭৫ রান করে ও নেইল ব্রুম০ রান করে অপরাজিত আছেন।
আজ ব্যাটে নেমে শুরু থেকেই দারুণ খেলতে থাকে নিউজিল্যান্ড। তবে, মাঝে বৃষ্টির কারণে কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। ৯.৩ ওভারে এক উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ যখন ৬৭ রান তখন বৃষ্টি নামে। বৃষ্টির কারণে ম্যাচ ৫০ ওভার থেকে কমিয়ে ৪৬ ওভারে আনা হয়েছে।
ইনিংসের ষষ্ঠ ওভারে জস হাজলেউডের বলে গ্লেন ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার মার্টিন গাপটিল। ২২ বল খেলে তিনি করেন ২৬ রান। এরপর ইনিংসের ষষ্ঠ ওভারে জন হ্যাস্টিংসের বলে ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ হন লুকে রঞ্চি। ৪৩ বল খেলে ৬৫ রান করেন তিনি।
গতকাল বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। ম্যাচটিতে ইংলিশদের কাছে আট উইকেটে হেরে যায় টাইগাররা।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, লুকে রঞ্চি (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, নেইল ব্রুম, জেমস নিশাম, কোরি অ্যান্ডারসন, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যারোন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ (অধিনায়ক), ময়জেস হেনরিকস, গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), জন হ্যাস্টিংস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হাজলেউড।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন