রাঙামাটিতে পাহাড়ধসে নিহত ৩
“রাঙামাটিতে পাহাড়ধ্বসে ৩ জন মৃত ১ জন আহত”
সুপ্রিয় চাকমা শুভ, রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটি শহরের কলেজগেইট সংলগ্ন এলাকা মন্ত্রীপাড়ায় এক দোতল বিল্ডিং ভূমি ধ্বসে ৩ জনের মৃত্যু হয়েছে। এবং ১জন গুরুতর আহত হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন, মো: শামসুল আলম (৪৫)পিতা- রশিদ উদ্দিন, কালু মালাকার (৩৪) পিতা- সুকুমার মালাকার, মো: হানিফ (৩২) পিতা আব্দুল লতিফ, আহত ব্যক্তি মো: ফারুক (৪০)পিতা- চানমিঞা।
১৬ই মার্চ বিকাল আনুমানিক ৪ টা ১০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় এলাকাবাসীরা জানায়। দুর্ঘটনাটি সংগঠিত হওয়ার পর পরই রাঙামাটি ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী দল সহ বিভিন্ন দমকল বাহিনী দুর্ঘটনাটি নিয়ন্ত্রনে সার্বিক সহযোগিতা করে। বিকাল ৪ ঘটিকা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উদ্ধারের কাজ চালানো হয়।
দুর্ঘটনাটি সংগঠিত হওয়ার পরে রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙামাটি নির্বাহী কর্মকর্তা শীমনি আক্তার, রাঙামাটি কোতয়ালী থানার ইনচার্জ মো: রশিদ সহ অন্যান্য লোকজন ঘটনাস্থটি পরিদর্শন করেন। এছাড়া হাসপাতালে মৃতদেহ দেখতে রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী সহ অন্যান্যজন পরিদর্শন করেন।
স্থানীয় এলাকাবাসী বাচ্চু জানান, মৃত শামসুল আলম একজন ফার্ণিচার ব্যবসায়ী। মোটেল জর্জের সামনে তার নিজস্ব দোকান আছে। তার নিজ বাড়ি পূর্ননির্মানের জন্য তার বাড়ির ভিতরের ওয়াল ভেঙে পিলার ব্যবস্থা করার সময় এই দুর্ঘটনা ঘটে। তার সাথে দিন মজুর মিস্ত্রীসহ ৩ জন কাজ করছিলেন। হঠাৎ চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে উদ্ধারের চেষ্টা চালায়।
মৃতদেহ নিশ্চিতকরণে রাঙামাটি কোতয়ালী থানার ইনচার্জ মো: রশিদ জানান, শামসুল আলম, মো: হানিফ, কালুমিঞা ঘটনাস্থলে তাদের মৃত লাশ উদ্ধার করা হয়। তবে ফারুক নামের এক ব্যক্তিকে তাৎক্ষনিকভাবে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাজেকে ডাম্প ট্রাক উল্টে ৬ শ্রমিক নিহত
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে শিজকছড়া-উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রিবিস্তারিত পড়ুন
ভূমিধসে তিন সন্তানকেই হারালো যে দম্পতি
বান্দরবান শহর থেকে দুতিন কিলোমিটার দূরবর্তী এক পাহাড়ী গ্রাম লিমুভিরি।বিস্তারিত পড়ুন
৫ জুন রাঙামাটিতে সড়ক ও নৌপথ অবরোধ
শুক্রবার রাঙামাটির লংগদুতে এক যুবলীগ নেতাকে হত্যার ঘটনার জের ধরেবিস্তারিত পড়ুন