“রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ৫০ বছর সূবর্ণ জয়ন্তী উপলক্ষে ২দিন ব্যাপী মহাৎসবের আয়োজন”
সুপ্রিয় চাকমা শুভ, রাঙামাটি প্রতিনিধি :
আগামী ১০ ও ১১ মার্চ থেকে দুদিন ব্যাপী রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর সূবর্ণ জয়ন্তী মহাৎসবের আয়োজনে রাঙামাটিতে বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রোববার বিকালে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সন্মেলনে সূর্বণ জয়ন্তীর উপলক্ষে প্রেস ব্রিফিং এ সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মানজারুল মান্নান। স্থানীয় সরকার বিভাগের রাঙামাটির উপ-পরিচালক প্রকাশ কান্তি চৌধুরী। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোয়াজ্জেম হোসেন,মানবধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ানন,রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা অঞ্জুলীকা খীসা সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরিৎ কুমার চাকমা উপস্থিত ছিলেন। এছাড়া ও রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ১০ মার্চ থেকে শুরু হবে বিভিন্ন উৎসব। আগামী ১০ মার্চ রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সূবর্ণ জয়ন্তী উৎসবের উদ্ধোধন করবেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এমপি এবং ১১ মার্চ প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা) উপস্থিত থাকবেন বলে সম্মতি জ্ঞাপন করেন বলে সংবাদ সম্মেলনে বলা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাজেকে ডাম্প ট্রাক উল্টে ৬ শ্রমিক নিহত
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে শিজকছড়া-উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রিবিস্তারিত পড়ুন
ভূমিধসে তিন সন্তানকেই হারালো যে দম্পতি
বান্দরবান শহর থেকে দুতিন কিলোমিটার দূরবর্তী এক পাহাড়ী গ্রাম লিমুভিরি।বিস্তারিত পড়ুন
৫ জুন রাঙামাটিতে সড়ক ও নৌপথ অবরোধ
শুক্রবার রাঙামাটির লংগদুতে এক যুবলীগ নেতাকে হত্যার ঘটনার জের ধরেবিস্তারিত পড়ুন