শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

”রাঙ্গামাটিতে ৩ টি দোকান সহ ১ বসতবাড়িতে অগ্নিকান্ড”

সুপ্রিয় চাকমা শুভ, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি :

১৯ ই অক্টোবর মধ্যরাত আনুমানিক ১২ টা ১৫ মিনিটের সময়ে রাঙ্গামাটি রাজবন বিহারের সংলগ্ন এলাকা কে,কে রায় সড়কে অগ্নিকান্ডে ৩ টি দোকান সহ ১ টি বসতবাড়িতে অগ্নিকান্ড ঘটনা ঘটে।
অগ্নিকান্ড ঘটনাটি হওয়ার পরপরই রাঙ্গামাটি ফায়ার সার্ভিস অফিসে যোগযোগ করার পর ৩০ মিনিটের পরে পুরো দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রনে আসতে সম্ভব হয়।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মতে কম পক্ষে ৮০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে বলে জানান।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত নির্মেশ ষ্টোরের দোকানদার নির্মেশ চাকমা বলেন, দোকানে কখন, কিভাবে অগ্নিকান্ড ঘটেছে তা আমার জানা নেই। দোকানে আগুন ধরছে বলাবলি করতে শুনে এসে দেখি আমার দোকানের ভেতর প্লোরের উপর আগুন জ্বলন্ত অবস্থায় রয়েছে। সেক্ষেত্রে বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে বা কেউ শত্রুতামূলক ভাবে অগ্নিকান্ড ঘটেছে তা এখন নিশ্চিত করে বলা যাচ্ছেনা।
আমার ২ টি দোকানে অগ্নিকান্ড ঘটে। তবে দোকানের ভেতর কম পক্ষে ৪৫ লক্ষ টাকার মালামাল ছিল। কঠিন চীবর দান উপলক্ষে কিছুদিন আগে দোকানে অনেক মালালাম ব্যবস্থা করি। শুধু মালামাল না একটি বাংলাদেশের পণ্য ওয়াল্টনের একটি মোটরবাইক আগুনে পুরে যায়।

ক্ষতিগ্রস্ত বসতবাড়ির মালিক আহমদুর রহমান (৬৭) বলেন, আমার এই বাড়িটিতে উজ্জল চাকমা ভাড়াতে থাকত। তাহার ও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকান্ড কিভাবে ঘটেছে তা কেউ সঠিক ভাবে বলতে পারেনা। অনেকের সন্দেহ বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডটি ঘটেছে। তবে দোকানদার নির্মেশের দোকান থেকে প্রথমে আগুন ধরে।

এছাড়া ক্ষতিগ্রস্ত দোকানদার স্মৃতি চাকমা বলেন, আমার দোকানে কমপক্ষে ৭-৮ লক্ষ টাকার মালামালা আগুনে ফুড়ে যায়। দোকানে কিভাবে অগ্নিকান্ড ঘটেছে তা আমি জানতে পারিনি।

ভাড়াতে উজল চাকমা বলেন, আমার বাড়িতে কমপক্ষে ১০ লক্ষ টাকার মালামাল ছিল। আসবাবপত্র,ফ্রিজ, প্রয়োজনীয় সামগ্রী সহ অনেক ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকান্ড ঘটনাটি হওয়ার পর পরই রাঙামাটি ফায়ার সার্ভিসে ঘটনাটি অবগত করা হয়। ঘটনাটি অবগত করার ৩০ মিনিটের পর ফায়ার সার্ভিস দমকল বাহিনী এসে আগুনটি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

এলাকার ব্যবসায়ী সমিতির সভাপতি তপন বড়ুয়া (৫৮) বলেন,ঘটনাটি হওয়ার পরপরই আমাকে দোকানদার কমল চাকমা দেবাশীষ নগর হতে মুঠোফোনে জানান দোকানে অগ্নিকান্ড ঘটেছে। তবে ঘটনাটি তাৎক্ষনিক ভাবে পরিদর্শনে গিয়ে দেখি নির্মেশ চাকমার দোকানের ভেতর প্লোরে আগুন জ্বলন্ত অবস্থায় রয়েছে। তবে বিদ্যুতের মাধ্যমে বা, কে বা কাহারা ঘটনাটি ঘটিয়েছে তা এখন পর্যন্ত সঠিক জানা যায় নি।

অগ্নিকান্ড ঘটনার পর ২০ অক্টোবর বৃহস্পতিবার সাড়ে ১০ ঘটিকার সময়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ততদের পৌর মেয়র মোঃ আকবর হোসেন ও ৮ নং ওয়ার্ডের পৌর সদস্য কালায়ন চাকমা পনিদর্শন করেন। এবং পরিদর্শনে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর শোক করেন।
আমাদের কন্ঠস্বর

এই সংক্রান্ত আরো সংবাদ

সাজেকে ডাম্প ট্রাক উল্টে ৬ শ্রমিক নিহত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে শিজকছড়া-উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রিবিস্তারিত পড়ুন

ভূমিধসে তিন সন্তানকেই হারালো যে দম্পতি

বান্দরবান শহর থেকে দুতিন কিলোমিটার দূরবর্তী এক পাহাড়ী গ্রাম লিমুভিরি।বিস্তারিত পড়ুন

৫ জুন রাঙামাটিতে সড়ক ও নৌপথ অবরোধ

শুক্রবার রাঙামাটির লংগদুতে এক যুবলীগ নেতাকে হত্যার ঘটনার জের ধরেবিস্তারিত পড়ুন

  • রাঙামাটিতে ফের আগামীকাল সকাল-সন্ধ্যা অবরোধ
  • “স্বাধীনতা দিবস উপলক্ষে আগামীকাল রাঙামাটিতে মাউন্টেন বাইক প্রতিযোগিতা শুরু”
  • “অতীতের রাঙামাটি আর বর্তমান রাঙামাটির মধ্যে কোন মিল নেই….জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা
  • রাঙামাটিতে জাতির পিতার ৯৮ তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উদযাপন
  • “উপজাতীয় কৃষ্টি, সাংস্কৃতি, ভাষা তরুণ প্রজন্মকেই রক্ষা করতে হবে” দেবাশীষ রায়
  • রাঙামাটিতে পাহাড়ধসে নিহত ৩
  • হিলর ভালেদী স্বেচ্ছাসেবী সংগঠন একদিন পার্বত্য অঞ্চলে সুনাম অর্জন করবে-
  • ১০ বছর পরেও রাঙামাটির সাংবাদিক জামাল হত্যার বিচার হয়নি
  • “রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ৫০ বছর সূবর্ণ জয়ন্তী উপলক্ষে ২দিন ব্যাপী মহাৎসবের আয়োজন”
  • চলছে সকাল-সন্ধ্যা হরতাল , রাস্তায় নেই একটা রিক্সাও
  • ইতি চাকমার হত্যার বিচারের দাবীতে মানববন্ধন
  • “বনরুপা বাজার সমতাঘাটে উজানী কুটির অয়েল পাম্পের শুভ উদ্ভোধন”