” দুরছড়ি বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দাড়িয়েছে ১৯৪টি দোকান, আহত ৪ জন”
সুপ্রিয় চাকমা শুভ, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি :
বাঘাইছড়ি উপজেলাধীন দুরছড়ি বাজারে আনুমানিক ১২ টা ১৮ মিনিট ঘটিকার সময়ে অগ্নিকান্ড ঘটনা ঘটে। অগ্নিকান্ডে আনুমানিক ২০ কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
এছাড়া স্থানীয় বাজার সমিতির সিনিয়র সদস্য ও ডাঃ মঙ্গল প্রদীপ চাকমা (হোমিও) জানান, বাজারে মোট ২১০ টি দোকান রয়েছে। কয়েক মাস আগে বাজার সমিতির নির্বাচনে গননা পর্যায়ে মোট ২১০ দোকানপাট উল্লেখ পাওয়া যায়। এবং দোকানে অগ্নিকান্ড ঘটনা ঘটেছে মুলত সুবল দেব নামক এক ব্যক্তির দোকান থেকে। দোকানে লেপ তোষকের থেকে প্রথমে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে আগুন নিয়ন্ত্রনের বাইরে চলে গেলে আগুনে কমপক্ষে ২০০ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এছাড়া তিনি আর ও বলেন দোকানে আগুন লাগলে আগুন নিয়ন্ত্রনে আনতে ৩ জন আহত হন। আহতরা হলেন, রতন দে (৩০), পুলক বড়ুয়া (৩২), আলং রাখাইন (৪৫) এবং একজন প্যারালাইজড রোগী শিখা সাহা (৬৬) গুরুতর আহত হন। বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় এলাকার জনগনের সহযোগিতার ফলে অনেকে মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। এমনি কি প্যারালাইজড রোগী শিখা সাহাকে উদ্ধার করা সম্ভব হয়।
এছাড়া দুরছড়ি বাজার থেকে শান্তশীল চাকমা (২২) জানান, আগুন ধরার পরপরই বাংলাদেশ সেনাবাহিনী, এলাকার জনগন, এবং ফায়ার সার্ভিস ২ আগুন নিয়ন্ত্রনে সাহায্য করেন। সেনাবাহিনী ও এলাকার সহযোগিতার কারনে দোকান বাদে অন্য কিছু ক্ষতিগ্রস্ত হাত থেকে রক্ষা করা সম্ভব হয়। তবে তিনি ধারনা করেন দোকানে কম পক্ষে ২০ কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হয়।
রাঙ্গামাটির সংবাদ আরো পড়ুনঃ—
”রাঙ্গামাটিতে ৩ টি দোকান সহ ১ বসতবাড়িতে অগ্নিকান্ড”
এই সংক্রান্ত আরো সংবাদ
সাজেকে ডাম্প ট্রাক উল্টে ৬ শ্রমিক নিহত
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে শিজকছড়া-উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রিবিস্তারিত পড়ুন
ভূমিধসে তিন সন্তানকেই হারালো যে দম্পতি
বান্দরবান শহর থেকে দুতিন কিলোমিটার দূরবর্তী এক পাহাড়ী গ্রাম লিমুভিরি।বিস্তারিত পড়ুন
৫ জুন রাঙামাটিতে সড়ক ও নৌপথ অবরোধ
শুক্রবার রাঙামাটির লংগদুতে এক যুবলীগ নেতাকে হত্যার ঘটনার জের ধরেবিস্তারিত পড়ুন