“রাঙ্গামাটি রাজবন বিহারে প্রবারনা পূর্ণিমা অনুষ্ঠিত, শুরু হচ্ছে কঠিন চীবর দান”

সুপ্রিয় চাকমা শুভ, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি :
আজ ১৪ই অক্টোবর রোজ ( শুক্রবার) ৯ ঘটিকার সময়ে রাঙ্গামাটি রাজবন বিহারের মাঠে অনুষ্ঠিত হয় বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম প্রবারনা অনুষ্ঠান।
মধু মঙ্গল চাকমার উপস্থাপনা ও পরিচালনায় এবং রাঙ্গামাটি রাজবন বিহারে হাজার হাজার পূর্ণাথীদের পদ চারনায় মুখরিত হয়ে উঠে ধর্মীয় অনুষ্ঠান। অনুষ্ঠানে বিভিন্ন বনবিহার থেকে অনেক ভিক্ষু সংঘ ও পূর্নার্থীদের অংশগ্রহন ফলে অনুষ্ঠানটি ধর্মীয় ভাব মর্যাদায় উদযাপন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান ও শিষ্য সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির, রাজবন বিহারের সিনিয়র সহ সভাপতি গৌতম দেওয়ান, প্রাক্তন উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, বিএনিপির নেতা দীপেন দেওয়ান সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বিশ্ব শান্তি মঙ্গল কামনায় বুদ্ধমুর্তিদান, সংঘদান, অষ্ঠপরিস্কার দান, হাজার প্রদীপ দান, ফানুস বাত্তি দান, কল্পতরু দান, পিন্ডুদান ও নানাবিধ দানের দান করা হয়
বিশ্ব শান্তি মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা ও স্বাগত ধর্ম বক্তব্য প্রদান করেন রাজ বনবিহারের সিনিয়র সহ সভাপতি গৌতম দেওয়ান। এবং পঞ্চশীল ও প্রবারনা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অমিয় খীসা।
এছাড়া পূর্ণাথীদের উদ্দেশ্য স্বধর্ম দেশনা প্রদান করেন রাঙ্গামাটি রাজ বন বিহারের আবাসিক প্রধান ও ভিক্ষু সংঘের প্রধান প্রজ্ঞালঙ্কার মজাস্থবিবর ভিক্ষু, এবং শ্রীমৎ জ্ঞানপ্রিয় মহাস্থবির ভিক্ষু।
এদিকে পুরো তিন মাস বর্ষাবাস সমাপ্ত হওয়ার ফলে আজ থেকে শুরু হতে যাচ্ছে বৌদ্ধদের শ্রেষ্ঠ দান কঠিন চীবর দান। আজ বন্দুক ভাঙ্গার খারিক্ষ্যং বন বিহারে প্রথম কঠিন চীবর দান যাত্রা শুরু হয়ে পুরো এক মাস কঠিন চীবর বেইন বুনন আরম্ব হবে। পুরো রাত্রি যাপন করে বিহারে সুতা থেকে কঠিন চীবর তৈরীতে ব্যস্ত শুরু হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাজেকে ডাম্প ট্রাক উল্টে ৬ শ্রমিক নিহত
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে শিজকছড়া-উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রিবিস্তারিত পড়ুন

ভূমিধসে তিন সন্তানকেই হারালো যে দম্পতি
বান্দরবান শহর থেকে দুতিন কিলোমিটার দূরবর্তী এক পাহাড়ী গ্রাম লিমুভিরি।বিস্তারিত পড়ুন

৫ জুন রাঙামাটিতে সড়ক ও নৌপথ অবরোধ
শুক্রবার রাঙামাটির লংগদুতে এক যুবলীগ নেতাকে হত্যার ঘটনার জের ধরেবিস্তারিত পড়ুন