‘রাজকন্যা’র নাম জানালেন সাকিব

গেল দুইমাস হল বাবা হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান। ভক্তদের ‘একটি টুকরো স্বর্গের’ পৃথিবীতে নেমে আসার খবর ফেসবুকে জানিয়েছিলেন নিজেই।
অবশেষে সাকিব-শিশিরের কোল জুড়ে আসা ‘রাজকন্যা’র নাম জানালেন বিশ্বের সেরা এই অলরাউন্ডার। স্ত্রী-কন্যাকে দেখে এরই মধ্যে বাংলাদেশে ফিরেছেন তিনি।
আজ বৃহস্পতিবার মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে জানিয়েছেন, মেয়ের নাম রাখা হয়েছে আলাইনা হাসান অব্রি।
গত বছরের নয় নভেম্বর যুক্তরাষ্ট্রে সাকিব-শিশিরের কোলজুড়ে আসে তাদের প্রথম সন্তান। তারপর থেকেই কন্যাকে দেখে বাংলাদেশ-যুক্তরাস্ট্র ভ্রমণের উপর রয়েছেন সাকিব। তবে নাম জানালেও, কবে কন্যাকে নিয়ে দেশে ফিরছেন সে ব্যাপারে কিছু বলেননি তিনি।
উল্লেখ্য, বাবা হওয়ার অপেক্ষায় ছিলেন বলে গেল বছর জিম্বাবুয়ে সিরিজ থেকে চাইলেই ছুটি নিতে পারতেন সাকিব। বিসিবি তাকে সেই সুযোগ দিয়েছিল। কিন্তু স্ত্রীর অনুরোধেই দেশের হয়ে খেলতে চলে এসেছিলেন তিনি এবং এসেই প্রথম ম্যাচে নিয়েছিলেন পাঁচটি উইকেট।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন