রাজধানীতে কমছে না শীতকালীন সবজি ও মাছের দাম
ভর মৌসুম হলেও রাজধানীর বাজারে কমছে না শীতকালীন শাক সবজির দাম, একই চিত্র মাছ বাজারেও। তবে বিক্রেতাদের দাবি, দাম বাড়েনি কোনটিরই, এ অভিযোগ ক্রেতাদের স্বভাবগত বলেও মনে করছেন তারা।
এদিকে, বাজারে অস্বাভাবিক হারে বেড়েছে সব ধরণের মাংসের দাম। পশু আমদানি কমে যাওয়ার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
শীতের সকালে বাজারে ঢুকেই ডালা ভর্তি সতেজ সবজি দেখে নিঃসন্দেহে যে কারো চোখ জুড়িয়ে যাবে। তবে, চোখের শান্তির সঙ্গে পকেটের সামর্থ্য অনেক সময় মিলছেনা ক্রেতা সাধারণের। ভরা মৌসুমে যেখানে সবজির দাম থাকার কথা হাতের নাগালে, সেখানেই এখন সবজি কিনতে হচ্ছে অনেকটা হিসাব করে।
গেল সপ্তাহের তুলনায় বাজারে টমেটো, শিম, বাঁধাকপি, ফুলকপিসহ শীতকালীন সব সবজির ই দাম বেড়েছে ৩ থেকে ৫ টাকা করে। বাড়তি দামের বাজার অনেকটাই অপ্রাসঙ্গিক ক্রেতাদের কাছে, যদিও তা ক্রেতাদের অভ্যাসগত বলে উড়িয়ে দিচ্ছেন বিক্রেতারা।
এদিকে, মাংসের বাজারে মাত্র কয়েক দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা, বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে। কেজিতে ২০ টাকা বেড়ে গরু ৪২০, আর ৫০ টাকা বেড়ে খাসির মাংস বিক্রি হচ্ছে ৬’শ টাকা দরে।
মাছের বাজারের চিত্রও আলাদা নয়। সেখানেও ক্রেতা বিক্রেতার পাল্টাপাল্টি অভিযোগ।
মাস খানেকের মধ্যে সব ধরণের মাছের দাম আরো বাড়তে পারে বলে জানালেন বিক্রেতাদের।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন