রাজধানীতে গণপিটুনিতে ‘ছিনতাইকারী’ নিহত
রাজধানীতে পুলিশের ধাওয়ার পর গণপিটুনিতে সন্দেহভাজন এক ছিনতাইকারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুজন।
আজ মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয় ওই ব্যক্তির।
এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে পুলিশের ধাওয়া ও গণপিটুনির ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইল শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মুমিনুল ইসলাম জানান, গতকাল রাতে পল্টন এলাকায় তিন যাত্রীবাহী একটি প্রাইভেটকারকে থামতে বলে টহল পুলিশ। কিন্তু প্রাইভেটকারটি সিগন্যাল না মেনে দ্রুত চলে যেতে থাকে। তখন পুলিশ গাড়িটি ধাওয়া করলে তারা ধানমণ্ডি ৩ নম্বর সড়ক পর্যন্ত যায়। পরে রাস্তার লোকজন ও পুলিশ তাদের ধরে ফেলে। এ সময় উত্তেজিত লোকজন তাদের গণপিটুনি দেয়। পরে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অন্য দুজন হাসপাতালে চিকিৎসাধীন।
ওই প্রাইভেটকার থেকে চারটি মুঠোফোন, কয়েকটি মানিব্যাগ, ছুরি ও চাপাতি উদ্ধার করা হয় বলেও জানান এসআই মুমিনুল।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন