রাজধানীতে গাড়িচালককে ‘পিটিয়ে’ হত্যা

রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় কিছমত আলী (৪২) নামের এক গাড়িচালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ব্যক্তিগত গাড়ির চালক কিছমতের বাবা প্রয়াত আবুল হোসেন। তিনি খিলক্ষেত এলাকায় থাকতেন।
গুরুতর আহত অবস্থায় কিছমতকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, গতকাল রাতে খিলক্ষেতের পূর্ব কুড়াতলী এলাকায় পূর্ব শত্রুতার জেরে সহোদর তিন ভাই সাজু, রাজু ও তপু কিছমতকে মারধর করে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় এক লোক আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ওসি আরো জানান, হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।
ময়নাতদন্তের জন্য কিছমতের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন