শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

রাজধানীতে ঘুষ নেয়ার দায়ে দুই এসআই সাসপেন্ড

রাজধানীর শেরেবাংলা নগর থানায় ঘুষ নেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় এক উপ-পরিদর্শক (এসআই) ও এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরা হলেন, এসআই দেবাশীষ ও এএসআই শফিয়ার। শনিবার দিবাগত রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্তৃপক্ষ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বলেন, শুক্রবার রাতে রাজধানীর একটি ট্রাভেল এজেন্সিতে অভিযান চালিয়ে এস আই দেবাশীষ তিনজনকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৪৫টি পাসপোর্ট উদ্ধার করা হয়। পরে তাদেরকে থানায় আনা হয়। ওই তিনজনের বাড়ি কুড়িগ্রামে। বিষয়টি এক ব্যক্তি তাকে ফোন করে জানান। এসময় তিনি শেরেবাংলা থানার ওসিকে জানান, পাসপোর্টগুলো যদি বৈধ হয়ে থাকে তবে আটকৃতদের যেন ছেড়ে দেয়া হয়। ওসি থানার বাইরে থাকায় বিষয়টি ওসি (তদন্ত) আবুল কালাম আজাদকে জানান এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

কিন্তু পরে জানা যায়, এসআই দেবাশীষ তাদেরকে না ছেড়ে তিন লাখ টাকা ঘুষ দাবি করে আটকদের আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন। দেবাশিষ বরখাস্তকৃত এএসআই শফিয়ারের (ছুটি নিয়ে কুড়িগ্রামে ছিলেন) কাছে এ টাকা দিতে বলেন। ওই রাতেই আটকৃতদের স্বজনরা ৭০ হাজার টাকা শফিয়ারকে প্রদান করলে তাদেরকে ছেড়ে দেয়া হয়। কিন্তু পাসপোর্টগুলো ফেরত দেয়া হয়নি। শর্ত ছিল বাকি ২ লাখ ৩০ হাজার টাকা প্রদানের পরই পাসপোর্টগুলো ফেরত দেয়া হবে।

ডিসি আরো বলেন, আমি ধরে নিয়েছিলাম আটকৃতদের ছেড়ে দেয়া হয়েছে। কিন্তু একই ভাবে টেলিফোনে জানতে পারি, ঘুষ নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর এসআই দেবাশীষ ও এএসআই শফিয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘুষ নেয়া টাকা ফেরত ও শফিয়ারকে আজ থানায় যোগদান করার নির্দেশ দেয়া হয়েছে। থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

ঘটনায় শেরেবাংলা নগর থানার ওসির কোন অবহেলা রয়েছে কী-না এমন প্রশ্নের জবাবে ডিসি বিপ্লব বলেন, ঘটনার সময় স্বাধীনতা দিবসের ডিউটিতে তিনি থানার বাইরে ছিলেন। তিনি থানার ওসি তদন্তকে বিষয়টি দেখার নির্দেশ দিয়েছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন

ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন

ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩

রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন

  • জাহাঙ্গীরনগর রণক্ষেত্র, অর্ধশতাধিক আহত 
  • রাজধানীর শনির আখড়া ও ধনিয়ায় গুলিবিদ্ধ ৬
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • মিরপুরে অজ্ঞান পার্টির কবলে কিশোর, খোয়ালো অটোরিকশা
  • নয়াপল্টনে র‍্যাবের অভিযানে অবৈধ ভিওআইপি সরঞ্জামাদিসহ আটক ১
  • গার্ডরুমে সহকর্মীর গুলিতে পুলিশ সদস্য নিহত
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • রাজধানীর শিশু হাসপাতালে আগুন
  • বায়ু দূষণ: শীর্ষস্থানে বাংলাদেশ, দ্বিতীয় স্থানে পাকিস্তান
  • ক্ষমা চেয়ে নিচ্ছি, তাড়াহুড়োয় ভুল হয়ে গেছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
  • রাজধানীতে হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে
  • হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া