রাজধানীতে চাঁদাবাজির শিকার ফুটপাতের ব্যবসায়ীরাও, দেখুন ভিডিও
রাজধানী জুড়েই ব্যাপক চাঁদাবাজির শিকার হচ্ছেন বলে অভিযোগ ফুটপাতের হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের। তারা বলছেন, একশ্রেণির পুলিশ ও কথিত নেতারা এই চাঁদা আদায়ের পেছনে থাকলেও টাকা নেয়ার দায়িত্ব পালন করে লাইনম্যান পরিচয়ধারী কিছু ব্যক্তি।
আর এ প্রক্রিয়ায় চাঁদা না দিলেই নির্যাতন শুরু হয় পোশাকধারীদের মাধ্যমেই। শুরু হয় উচ্ছেদসহ নানা ভোগান্তি।
রাস্তার পাশ ঘেঁষেই ছোট্ট খাটিয়া। আর তার উপর সাদা বেশ কিছু শার্ট নিয়ে পসরা সাজিয়েছেন চল্লিশোর্ধ্ব বয়সী আজম। রাজধানীর গুলিস্তানে এই ক্ষুদ্র ব্যবসা অবলম্বন করে জীবন চালাচ্ছেন পনেরো বছরেরও বেশি সময় ধরে।
আজম ছাড়াও তার পরিবারে পাঁচ সদস্যের ভরণ-পোষণও চলে ভাসমান এই দোকানটিকে নির্ভর করে। কিন্তু, মাসের প্রতিটি দিনই দোকানের আয় থেকে ভাগ দিতে হয় লাইনম্যান পরিচয়ধারী কিছু ব্যক্তিকে।
আজমসহ গুলিস্তানের অনেক হকারের দেয়া তথ্য অনুযায়ী, গুলিস্তান এলাকার ফুটপাতে প্রায় ২০ হাজারের মতো দোকান রয়েছে।
আর প্রতিদিনই প্রতিটি দোকান থেকে ২০ টাকা হারে অর্থ আদায় করা হয়। যার ভাগবাটোয়ারা চলে যায় পুলিশসহ স্থানীয় নেতাদের স্তরে স্তরে।
রাজধানীর নিউমার্কেট, চাঁদনীচক আর গাউসিয়া এলাকাতেও অবস্থা প্রায় একই রকম। এসব এলাকায় ভাসমান দোকান রয়েছে প্রায় পাঁচ হাজার।
আর স্থানভেদে এই এলাকার প্রতিটি দোকানদেরকে দৈনিক গুণতে হয় পঞ্চাশ টাকা। এখানেও টাকা আদায় করে আমিনুলের মতো অনেক লাইনম্যান।
এ বিষয়ে পুলিশ সদস্যদের জড়িত থাকার বিষয়ে জানতে চাইলে মহানগর পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশনসের ডিসি মারুফ হোসেন সরদার বলেন, পুলিশের চাঁদাবাজি বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই। তবে এ বিষয়ে যদি কেউ সুনির্দিষ্ট অভিযোগ করে তবে আমরা আইনগত ব্যবস্থা নেবো।
ছিন্নমূল হকার সমিতি ও বাংলাদেশ হকার্স লীগের তথ্য অনুযায়ী গোটা রাজধানীর ফুটপাতে লক্ষাধিক হকার রয়েছে।
ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে…
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন