রাজধানীতে ছাত্রলীগের আরেক সাবেক নেতা নিখোঁজ
ঢাকা মহানগর ছাত্রলীগের আরেক সাবেক নেতা গত তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন।
সাদা পোশাকে ওই নেতাকেও তুলে নেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিখোঁজ ওই নেতা হলেন- রামপুরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল খায়ের। স্থানীয় থানা বা আইনশৃংখলা বাহিনীর কাছে দৌঁড়ঝাপ করেও পরিবার তার কোনো সন্ধান পায়নি।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে পরিবারের সদস্যরা। তবে স্থানীয় পুলিশ বিষয়টি অস্বীকার করেছে।
এ ব্যাপারে রামপুরা থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেছেন, রামপুরা থানার কোনো অফিসার খায়েরকে আটক বা গ্রেপ্তার করেনি। সাদা পোষাকে কাউকে গ্রেপ্তার করা হয়েছে, এ ধরনের কোনো খবরও তিনি পাননি।
তবে খায়েরের পরিবার বলছে, ওসি তদন্তের কাছে ফোন করে সাদা পোষাকে খায়েরকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি জানিয়েছে।
স্বজনরা দাবি করেন, গত মঙ্গলবার সন্ধ্যায় বনশ্রী বাজার থেকে সাবেক ছাত্রলীগ নেতা খায়েরকে সাদা পোষাকে পুলিশ তুলে নিয়ে যায়। কিন্তু এরপর তারা অস্বীকার করেন।
রামপুরা থানা সূত্রে জানা গেছে, খায়ের বিরুদ্ধে ইয়াবাসহ মাদক বিক্রিসহ একাধিক মামলা রয়েছে। মাসে দু’একবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এবারের নিখোঁজ হওয়ার বিষয়টি জানা নেই থানা পুলিশের।
স্থানীয় সূত্র জানায়, খায়েরের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এলাকায় সে দুর্বৃত্ত হিসেবেই পরিচিত। তার অত্যাচারে অনেকে অতিষ্ট ছিলেন। পূর্ব রামপুরা এলাকার অনেক মানুষের কাছ থেকে সে নিয়মিত চাঁদা নিতো। কেউ বাড়ি তৈরি করতে গেলে বা জমি ক্রয় করতে গেলে খায়েরকে চাঁদা দিতে হতো। খায়েরের বড় ভাই স্বপন ওরফে জাউড়া স্বপন খুন হয়েছেন প্রতিপক্ষের হাতে। এলাকায় তার বিরুদ্ধেও হত্যাসহ একাধিক মামলা ছিল। খায়ের রামপুরা এলাকার এক সময়ের দুর্ধর্ষ সন্ত্রাসী রইসের আপন ভাগ্নে।
স্থানীয় থানা ছাত্রলীগের কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাবেক ছাত্রলীগ নেতা মোয়াজ্জেম হোসেন তপুর আগে রামপুরা থানা ছাত্রলীগের সভাপতি ছিলো এই খায়ের। পঞ্চম শ্রেণি পাশের যোগ্যতা নিয়েই সে থানা ছাত্রলীগের সভাপতি হয়েছিলো। শিক্ষাগত যোগ্যতার বির্তক নিয়ে হাই কমান্ড তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়। এরপরই চার-পাঁচজন সঙ্গী নিয়ে সে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো। খায়েরের পর রামপুরা থানা ছাত্রলীগের সভাপতি হিসেবে তপুকে দায়িত্ব দেয়া হয়।
উল্লেখ্য, মাসখানেক ধরে মোয়াজ্জেম হোসেন তপুও নিখোঁজ রয়েছে। তার পরিবার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলনে দাবি করেছে, সাদা পোষাকে ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন