রাজধানীতে ট্রাকচাপায় বাবা ও শিশু সন্তান নিহত

রাজধানীর মিরপুরে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই বাবা ও তার তার ছয় বছরের এক শিশু সন্তান মারা গেছে। নিহত বাবার নাম আসাদুজ্জামান আসাদ (৩৫), ছেলের নাম রূপম (৬)। গতকাল শুক্রবার রাতে মিরপুর স্টেডিয়ামের ভিআইপি গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাক ও চালককে আটক করেছে। বাবা ও ছেলের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া নয়টার দিকে আসাদুজ্জামান তার ছেলে রূপমকে নিয়ে রিকশায় চড়ে যাচ্ছিলেন। এ সময় পিছন থেকে একটি দ্রুতগামী ট্রাক রিকশায় ধাক্কা দিলে তারা পড়ে যান। তখন ট্রাকটি তাদের দুজনকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা ট্রাক ও তার চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
মিরপুর থানার ওসি ভূঁইয়া মাহাবুব হাসান জানান, নিহত আসাদুজ্জামান আসাদ সিএ শিক্ষার্থী। তিনি বনশ্রীতে একটি ফার্মে চাকরি করেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। বর্তমানে তারা মিরপুর এলাকায় বসবাস করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন