রাজধানীতে পোশাক শ্রমিককে রাতভর ধর্ষণ
আশুলিয়ায় এক নারী পোশাক শ্রমিককে (১৮) ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের শিকার ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।
বুধবার সন্ধ্যায় আশুলিয়া থানার পরিদর্শক (ওসি- তদন্ত) আকবর আলী নারী পোশাক শ্রমিক ধর্ষণ ও আটকের বিষয়টি নিশ্চিত করেন।
আটকরা হলো- আশুলিয়ার বাইপাইল এলাকার পরিবহন শ্রমিক নেতা জাহেদুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন রিংকু (২৮), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার বাঠইদোরা এলাকার মৃত আলতাফ সরদারের ছেলে সুমন হোসেন (২৩)।
পুলিশের এই কর্মকর্তা জানান, ওই নারী এক সহকর্মীর সঙ্গে নিজ কর্মস্থল গাজীপুরের চন্দ্রা এলাকার হার্ডিজ এসোসিয়েড থেকে মঙ্গলবার রাত ৯টার দিকে আশুলিয়ার বাইপাইলের বাসায় ফিরছিলেন।
এসময় তারা নবীনগর-চন্দ্রা মহাসড়কের সম্ভার ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বখাটে সুমন ও সুজন পুরুষ সহকর্মীকে ভয়-ভিতি দেখিয়ে ওই নারীকে কৌশলে সম্ভার ফিলিং স্টেশনের পিছনে রিংকুর বাসায় নিয়ে যায়। পরে রাতভর পালাক্রমে ধর্ষণ করে।
এদিকে, ওই নারীর পুরুষ সহকর্মী বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে অবগত করলে আশুলিয়া থানা পুলিশ ভোর রাতে পরিবহন শ্রমিক নেতা জাহেদুলের বাসায় অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার করে। এবং বখাটে রিংকু ও সুমনকে আটক করে। তবে কৌশলে অপর বখাটে সুজন পালিয়ে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন