রাজধানীতে বসবে ৫০০ ড্রিংকিং ওয়াটার ট্যাঙ্ক : সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন রাজধানীতে স্বাস্থ্যসম্মত আধুনিক টয়লেটের পাশাপাশি ফুটপাথ ও নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে ৫০০ ড্রিংকিং ওয়াটার ট্যাঙ্ক বসানোর ঘোষণা দিয়েছেন।
রাজধানীর ওসমানী উদ্যানে আজ আধুনিক সুযোগ-সুবিধাসম্বলিত দু’টি পাবলিক টয়লেট উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহযোগিতায় এবং অ্যাইচ এ্যান্ড এম ফাউন্ডেশনের অর্থায়নে ওয়াটার এইড নতুন এ দু’টি পাবলিক টয়লেট স্থাপন করেছে।
অনুষ্ঠানে মেয়র বলেন, এখন আমরা পাবলিক টয়লেট নির্মাণ করছি। শিগগিরই কর্পোরেশন নগরীর অক্লান্ত পরিশ্রমী মানুষ ও পথচারীদের জন্য শহরের বিভিন্ন স্থানে ৫০০ ড্রিকিং ওয়াটার ট্যাঙ্ক স্থাপনের কাজ শুরু করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল এবং ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. মো. খায়রুল ইসলাম।
ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এ স্থানে নির্মিত আধুনিক ও দৃষ্টিনন্দন টয়লেট দু’টি নারী ও শারীরিক প্রতিবন্ধীবান্ধব পাবলিক পথচারী ও দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে ও সহজে ব্যবহার করতে পারবেন। এ টয়লেটে নারী এবং পুরুষের জন্য আলাদা কক্ষ, লকার, হাতধোয়ার জায়গা এবং বিশুদ্ধ খাবার পানির সুবিধা রয়েছে। এগুলোতে ২৪ ঘন্টা বিদ্যুৎ এবং সিসি টিভি ক্যামেরাসহ পেশাদার পরিচ্ছন্ন কর্মী ও মহিলা কেয়ারটেকার থাকবে।
পাবলিক টয়লেট দু’টির উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আরো বলেন, ৮০ ভাগ মানুষ পায়ে হেঁটে কর্মস্থলে যান। তাদের জন্য তিনি ফুটপাথ উন্মুক্ত করতে চান। যে কোন মূল্যে অবৈধ স্থাপনা মুক্ত নগর গড়তে তিনি বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন। সে জন্য মেয়র সব শ্রেণী পেশার মানুষকে এক হওয়ার আহবান জানান।
সুইডেন দূতাবাসের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল বলেন, নগরীর উপর বাড়তি চাপ স্যানিটেশন সুবিধাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। তবে ওয়াটার এইড বাংলাদেশ এবং এইচ এ্যান্ড এম যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত উৎসাহজনক।
ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. মো. খায়রুল ইসলাম বলেন, নগর স্বাস্থ্য রক্ষায় যথাযথভাবে পাবলিক টয়লেট ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা এবং ওয়াটার এইড বাংলাদেশের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর ধারাবাহিকতায় টয়লেটগুলো নির্মাণ করা হয়েছে।
তিনি বলেন, ইতোমধ্যে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে পাবলিক টয়লেট সংস্কার করেছে ওয়াটার এইড বাংলাদেশ। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সহায়তায় এবং এইচ এ্যান্ড এম ফাউন্ডেশনের অর্থায়নে সানরাইজ প্রকল্পের আওতায় সংস্কারমূলক এ কাজ পরিচালিত হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন