রাজধানীতে বাসচাপায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ
রাজধানীর শাহবাগে মৎস্য ভবন এলাকায় বাসচাপায় নিহত হয়েছেন সেগুনবাগিচার রহিমা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার সোনালী। প্রতিবাদে দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে তার সহপাঠীরা। এর ফলে মৎস্যভবন এলাকা সড়কে ওই সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন সড়কে সৃষ্টি হয়ে তীব্র যানজট।
শনিবার সকাল সাড়ে আটটার দিকে মৎস্য ভবন এলাকার বার কাউন্সিল ভবনের সামনের সড়কে স্কুলে যাওয়া পথে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্কুলের সহপাঠীরা বিক্ষোভে ফেটে পড়ে সড়কে অবস্থান নেয়।
প্রতিবাদী শিক্ষার্থীরা জানায়, সোনালীর ঘাতক বাস চালককে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
পুলিশের রমনা অঞ্চলের অতিরিক্ত পুলিশ কমিশনার ইব্রাহিম জানান, আমরা ঘাতক বাসটিকে আটক করেছি। চালকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাকে গ্রেপ্তার চেষ্টা চলছে।
সড়ক অবরোধের বিষয়ে তিনি জানান, শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে উঠিয়ে স্কুলে পাঠানো হয়েছে। তাদেরকে আমরা আশ্বাস দিয়েছি ঘাতক বাস চালককে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করা হবে। এর ফলে সকাল ১০টার দিকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সকাল সোয়া ৮টার দিকে হাই কোর্টের সামনের সড়কে বাসচাপায় নিহত হন ১৪ বছর বয়সী এই স্কুলছাত্রী।
নিহত সোনালী পিরোজপুরের নাজিরপুর থানার ঝনঝনিয়া গ্রামের জাকির হোসেনের মেয়ে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন