রাজধানীতে বাসের ধাক্কায় পুলিশের এসআই নিহত
রাজধানীর খিলক্ষেতে আজমেরী পরিবহনের একটি বাসের ধাক্কায় গুলশান পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম নিহত হয়েছেন।
রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গুলশান ফাঁড়িতে ডিউটি শেষ করে উত্তরায় বাসার উদ্দেশে মোটর সাইকেল চালিয়ে যাবার পথে খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেলের সামনে বাসের ধাক্কায় তিনি নিহত হন। বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার মুশতাক আহমেদ।
তিনি বলেন, ‘নিহত সাইফুলের লাশ তার গ্রামের বাড়ি পাবনায় পাঠিয়ে দেয়া হয়েছে। শুনেছি খিলক্ষেত পুলিশ একটি বাস আটক করেছে।’
পরে গুলশান থানায় যোগযোগ করা হলে ডিউটি অফিসার এসআই আবু তাহের বলেন, ‘বাসের ধাক্কায় গুরুত্বর আহত হওয়ার পর সাইফুলকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। পরে ভোররাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
তিনি আরো বলেন, ‘এ ঘটনায় আজমেরী পরিবহনের ঢাকা মেট্রো জ ১১-৩০৮৬ নম্বরের বাসাটিকে আটক করা হয়েছে।’ তবে বাসের চালক বা হেলপারকে পাওয়া যায়নি বলেও জানান তিনি।
এসআই আবু তাহের জানান, নিহত সাইফুল ইসলাম এক ছেলে, এক মেয়ে, স্ত্রী এবং বাবা-মা কে নিয়ে উত্তরায় ভাড়া বাসায় থাকতেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন