রাজধানীতে ভুয়া ভ্রাম্যমাণ আদালতের সন্ধান
রাজধানীতে ভুয়া ম্যাজিস্ট্রেট, সাংবাদিক ও মানবাধিকার কর্মীর সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতের সন্ধান পেয়েছে পুলিশ। এ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে শ্যামপুর থানা পুলিশ।
বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ তথ্য জানিয়েছে।
পুলিশের গণমাধ্যম শাখা থেকে আরও জানানো হয়, মঙ্গলবার রাতে জুরাইন বালুমাঠ এলাকায় একটি মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেলযোগে কয়েকজন চালের আড়তের সামনে আসে। এদের মধ্যে কয়েকজন আড়তের ভেতর ঢুকে একজন নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দেয়। অন্যরা সাংবাদিক ও মানবাধিকার কর্মী বলে জানায়। এ সময় তারা আড়তদারকে জানায়, আড়তে সরকারি গুদামের ট্রাকসেলের চাল আছে। তারা আড়তের ছবি তুলতে থাকে এবং মামলা-মোকদ্দমার ভয় দেখায় আড়তদারকে। এক পর্যায়ে আড়তের মালিক মিজানের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে তারা। কিন্তু বিষয়টি আশপাশের লোকজনের সন্দেহ হলে তারা থানায় খবর দেন। কিন্তু পুলিশ আসার আগেই কৌশলে কয়েকজন মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। তবে অজয় দত্ত, মুক্তার হোসেন ও কেয়া খন্দকারকে পুলিশ আটক করতে সক্ষম হয়।
শ্যামপুর থানার এসআই মীর মো. মজাহারুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধচক্র। ভুয়া আদালত বানিয়ে তারা প্রতারণা করে আসছে। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি ও তিনটি আইডি কার্ড উদ্ধার করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন