রাজধানীতে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন!

রাজধানীর জুরাইনে মাদকাসক্ত ছেলের হাতে মহর আলী (৬০) নামে এক বৃদ্ধ বাবা খুন হয়েছেন। ঘাতক ওই ছেলের নাম সুমন (২২)।
আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। মহর আলীর পিতার নাম মৃত আলী আকবর। ৩৩৩/৩, নোয়াখালী পট্টি, জুরাইন মেডিক্যাল রোডে মহর আলী পরিবার নিয়ে বসবাস করতেন।
সুমনের মা আমেনা বেগম জানান, তাদের দুই ছেলে ও এক মেয়ে। এক ছেলে সিঙ্গাপুরে থাকে। আরেক ছেলে সুমন দেশেই থাকতো। সে মাদকাসক্ত হওয়ায় কিছুদিন আগে ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে আসে। তারা বাড়ির দোতলায় বসবাস করেন। নিচ তলায় তাদের একটি মোজার কারখানা রয়েছে।
তিনি বলেন, আমি দুপুরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ধ্বস্তাধস্তি করার শব্দ পেয়ে ঘুম ভাঙ্গে। দেখি আমার স্বামী রক্তাত্ত অবস্থায় পড়ে আছে। দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তিনি ঘুম থেকে উঠে ছেলেকে দেখেন নি বলে জানান।
মহর আলীর মোজার কারখানার শ্রমিকেরা জানান, মহর আলীর ছেলেকে তারা ঘটনার সময় দৌড়ে পালিয়ে যেতে দেখেছেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, বিকাল সাড়ে ৪টার দিকে মহর আলীকে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারালো কোনো অস্ত্র দিয়ে তার গলা কাটা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় খবর দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন