রাজধানীতে শ্রমিকদের ওপর পুলিশের গুলি
রাজধানীর রামপুরা টিভি সেন্টার এলাকায় তালাবদ্ধ পোশাক কারখানা খোলাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের গুলিতে পাঁচ শ্রমিক আহত হয়েছেন। এ ছাড়া চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রামপুরার মোল্লা টাওয়ারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পোশাকশ্রমিকরা হলেন শিউলী, রহিমা, রাসেল, ঝর্ণা ও নার্গিস। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণয় কুমার সাহা জানান, সকাল সাড়ে ৯টার দিকে রামপুরা মোল্লা টাওয়ারসংলগ্ন এলাকায় পোশাকশ্রমিকরা রাস্তা অবরোধ করেন। রাস্তা ছেড়ে দিতে অনুরোধ করলে তাঁরা পুলিশের ওপর ইট-পাটকেল ছোড়েন এবং লাঠি নিয়ে হামলা চালান। পুলিশও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। এ সময় শ্রমিকদের ইটপাটকেলে চার পুলিশ আহত হন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, মোল্লা টাওয়ারে অবস্থিত রিলিক পোশাক কারখানার শ্রমিক তাঁরা। আজ হঠাৎ করে কোনো নোটিশ না দিয়ে মালিকপক্ষ কারখানায় তালা লাগিয়ে দেয়। প্রতিবাদে পোশাকশ্রমিকরা রাস্তায় নেমে আসেন। এ সময় পুলিশ তাঁদের ওপরে লাঠিচার্জ ও শটগানের গুলি করে। এতে অনেক শ্রমিক আহত হন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, শ্রমিকদের শরীরে কিছু শটগানের গুলি চিহ্ন রয়েছে। এ ছাড়া লাঠিচার্জের আঘাতের চিহ্নও পাওয়া গেছে। তাঁরা ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন