রাজধানীতে ৪ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীর খিলগাঁও থেকে মস্তকবিহীন অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এ দিকে, রাজধানীতে পৃথক ঘটনায় শাহ আলম (৬৫), শাহাদত হোসেন (৩০), ইউনুস আলী (২৬) ও অজ্ঞাত এক নারীর (৩০) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট থানার পুলিশ তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশের খিলগাঁও জোনের এসি নূর আলম জানান—বৃহস্পতিবার ভোরে খিলগাঁওয়ের নন্দীপাড়া আলী আহমদ স্কুলের পাশে বালুভর্তি একটি স্থান থেকে অজ্ঞাত যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়।
সকালে বিজয় সরণির উড়োজাহাজ ক্রসিংয়ে বাসের ধাক্কায় শাহ আলম নামের এক অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে। মৃতের গ্রামের বাড়ি যশোর সদরে। তিনি মোহাম্মদপুর শেরশাহ শূরী রোডের ৩০/৬ নম্বর বাড়িতে থাকতেন।
দুপুরে হাজারীবাগে বিদ্যুত্স্পৃষ্টে শাহাদত হোসেন নামের এক ট্যানারি শ্রমিকের মৃত্যু হয়েছে। তার সহকর্মী আরিফ জানান—তারা হাজারীবাগের ঢাকা ট্যানারিতে কাজ করেন। পানির পাম্পের সুইচ অন করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
সন্ধ্যা ৬টার দিকে মোহাম্মদপুর বসিলা রোডে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইউনুস আলী মারা যান। তিনি ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। হাজারীবাগের ওয়াসপুরে থাকতেন।
এ দিকে, বুধবার দিনগত রাতে সায়েদাবাদ সুপার মার্কেটের পাশে ট্রেনের ধাক্কায় হাত-পা বিচ্ছিন্ন হয়ে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ থেকে কমলাপুরের উদ্দেশে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় তিনি মারা যান।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন