রাজধানীর দক্ষিণখানে আগুনে দগ্ধ ৫
রাজধানীর দক্ষিণখানে ফায়দা এলাকার একটি বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণে একই পরিবারের অন্তত ৫ জন দগ্ধ হয়েছেন। আহতরা হলেন, রোমানা আক্তার (৩০), তার মেয়ে মনিকা আক্তার (৮), রোমানার ভাই ইমরান হোসেন (২৮), ইমরানের স্ত্রী জান্নাত (২২) ও ইমরানের মেয়ে তাসমিয়া (২)।
মঙ্গলবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটেছে। সেপটিক ট্যাংকের বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
আহত ইমরান জানিয়েছেন, মঙ্গলবার ভোরে তারা ঘুমিয়েই ছিলেন। হঠাৎই বিকট শব্দে তাদের ঘুম ভাঙে। জেগে তিনি দেখেন সারা ঘরে আগুন এবং সেটা দ্রুতই ছড়িয়ে পড়ে। এসময় চিৎকার শুনে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে।
আহতদের ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। এখানে চিকিৎসকরা জানয়েছেন, রোমানা আক্তারের শরীরের ৬০ শতাংশ, মনিকা আক্তারের ১০ শতাংশ, ইমরানের ১০ শতাংশ, জান্নাতের আট শতাংশ ও তাসমিয়ার শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে। এদের মধ্যে রোমানা আক্তার, জান্নাত ও তাসমিয়ার অবস্থা আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার আনজুম রশিদ বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে টঙ্গী থেকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট পাঠানো হয়েছিল। ইউনিট দু’টি সেখানে পৌঁছে দেখে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।’
তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেপটিক ট্যাংক বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটেছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন