রাজধানীর শনির আখড়া ও ধনিয়ায় গুলিবিদ্ধ ৬
রাজধানীর যাত্রাবাড়ীর শনিআখড়া ও ধনিয়া এলাকায় ৬ জন গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধদের মধ্যে একজন দুই বছরের শিশু ও তার বাবা রয়েছেন।
বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ছয়টা থেকে রাত ৮ টা পর্যন্ত গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন- বাবু মিয়া (৫০) ও তার দুই বছরের সন্তান রোহিত মিয়া, পিয়াস (১৭), মনিরুল (২০), সোহাগ (২৭) ও ফয়সাল (১৮)। চিকিৎসকদের মতে, ফয়সালের অবস্থা আশঙ্কাজনক, কারণ তার মাথায় গুলি লেগেছে।
গুলিবিদ্ধ শিশু রোহিত মিয়ার মা লিপি আক্তার জানান, তারা পাঁচতলা ভবনের নিচে ঘরে ছিলেন। হঠাৎ করে ছড়াগুলি এসে তাদের গায়ে লাগে। এরপর তিনি দ্রুত তার স্বামী ও সন্তানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সন্ধ্যার পর গুলিবিদ্ধ অবস্থায় শিশুসহ ৬ জনকে হাসপাতালে আনা হয়েছে এবং জরুরি বিভাগে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। শনিআখড়া থেকে আসা ফয়সালের মাথায় গুলি লেগেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। গুলিবিদ্ধদের মধ্যে শিশু ও তার বাবাকে ধনীয়া এলাকা থেকে এবং বাকি ৪ জন পথচারীকে শনিআখড়া এলাকা থেকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন