রাজধানীর সেন্ট্রাল রোডে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ তিন
রাজধানীর সেন্ট্রাল রোডের একটি বাসায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে ১১৪ নম্বর সেন্ট্রাল রোডের একটি ভবনের ছয়তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণে আহত তিনজন হলেন ফজলুর রহমান (৪৫), তাঁর ভাগ্নি পান্না আক্তার (২৫), পান্নার ভাই দেলোয়ার হোসেন (২৪)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের রমনা বিভাগের সহকারী উপকমিশনার (এডিসি) ইব্রাহিম খান ও ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল হালিম জানান, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ কিংবা গ্যাসের পাইপের লিক থেকে গ্যাস বের হয়ে পুরো ঘরে তা ছড়িয়ে পড়তে পারে। পরে কেউ আগুন ধরাতে গেলে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে অগ্নিদগ্ধ দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। এ সময় বিকট একটি বিস্ফোরণের শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। পরে দেখি ঘরে আগুন জ্বলছে। এ ঘটনায় আমার মামা ও বোন বেশি দগ্ধ হয়। আমার শরীরেরও সামান্য অংশ পুড়ে যায়। পরে আমি ও আমার অন্য আত্মীয়রা তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাই।’
এদিকে কী কারণে ও কোথায় বিস্ফোরণ ঘটেছে জানতে চাইলে দেলোয়ার বলেন, ‘এটা শর্টসার্কিট থেকে নাকি এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এ বিষয়ে বলতে পারব না। কারণ ঘরে তখন আগুন জ্বলছিল।’
ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল বলেন, ‘বিস্ফোরণে দগ্ধ তিন ব্যক্তিকে ঢামেকে আনা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে ফজলুর রহমানের শরীরের ৩০ ভাগ, পান্না আক্তারের ৯৫ ভাগ ও দেলোয়ার হোসেনের শরীরের ৬ ভাগ দগ্ধ হয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন